ভাংগা ঘড়ি মনের ভেতর প্রলয় নাচন ইস্রাফিলের শিঙ্গার নাদ , যুদ্ধ দামামা আর্তস্বর নোনা মিঠা সব রক্তের স্বাদ। ধ্বংসলীলা , ভুমিকম্প জলোচ্ছাসের গর্জন , লেলিহান ঐ আগুন শিখা শুধু ভস্মই অর্জন। রাগের আগুনে ক্রোধের জ্বালানী পুড়বে সবই এবার , পোড়া ক্ষত নিয়ে ছটফট করি অপেক্ষা ছাই হবার। চাইনা হতে দয়ার পাত্র চাইনা একটু মায়া , চাইনা কারো স্নেহের বাধন চাইনা করুনার ছায়া। মরুক সবাই মরুক বিশ্ব তাতে কিছু আসে যায়না ছোট জায়গার এই ছোট মনে অন্যের সুখ সয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।