everything is fair in love and war
মুভির নাম : Nayakan/Nayagan (1987)
http://en.wikipedia.org/wiki/Nayagan
Mani Ratnam স্কিপ্ট আর পরিচালনা Kamal Hasan এর অসাধারন অভিনয় আর Illayaraja এর অসাধারন সব সাউন্ড ট্রাক ... এদের ক্ষেত্রে বলব তার তাদের জীবনের সেরা কাজ এটি । ( আমার মতে )
Mani ratnam এ আর রাহমানের সাথে কাজ করার আগে তার বেশির ভাগ কাজ ই করিয়েছেন Ilaiyaraaja কে দিয়ে । আজ Mani ratnam এবং Ilaiyaraaja দুইজন এরই আজ জন্মদিন
এই মুভিটা Times ম্যাগাজিন এর "All-Time 100 Best Films" এর ভেতর জায়গা করে নিয়েছিল । আর The Moving Arts Film Journal greatest films of all time এর লিস্ট এ এটা
আছে ।
অনেকের মতে এটা Mario Puzo এর The God Father থেকে কিছুটা অনুপ্রানিত ।
মনি রত্নমের মুভি যারা দেখেছেন প্রায় মুভি ক্রাইম বেজড । ... এটি মূলত মুম্বাইয়ের 1945 -1955 এই সময় কালের এক ডন এর রিয়েল লাইফ স্টোরি থেকে নেওয়া । তবে অসাধারন প্লট আর বেকগ্রাউন্ড মিউজিক আর কামাল হাসানের অভিনয় ... আমার কাছে সেরা ৫ টা ইন্ডিয়ান মুভির নাম শুন্তে চাইলে আমি চক্ষু অফ করে এটাকে আগে বলব ।
এবার স্টোরি লাইনে আসি । একটা ছোট্ট ছেলে ... বাবা তার শ্রমিক নেতা ।
ছেলেটার সামনেই তার বাবাকে পুলিশ হত্যা করে । ছেলেটাও রিভেঞ্জ নেয় । তার পর পালিয়ে আসে মুম্বায়ে । ( মুভিটা তামিল ভাষায় হলেও হিন্দি প্রচুর ব্যাবহার হয়েছে আর পুরা প্লট মুম্বাইকে ঘিরে ) সেখান থেকে তার চড়াই । শুরু হয় তার মাফিয়া প্রধান হয়ে ওঠা ।
এর জন্য হারাতে হয় স্ত্রী ,সন্তানকে । মনি রত্নম মুভিটাকে যেমন বানাইছে সত্যি অসাধারন । আমার কাছে মুভির কাহিনির চেয়ে মেকিং অনেক ভাল লাগেছে । কতগুলা ডায়লগ আছে সেগুলাও অসাধারন । আর মুভির এন্ডিং অনেক টাচিং ।
দেখার অনুরোধ রইল । পূরান মুভি বলে ঠকবেন না কথা দিলাম ।
আমার রেটিং 9.2/10
ডাউনলোড
https://www.youtube.com/watch?v=vgNZ52kxbZo
( সময় পাইলে ইউটিউব এর কমেন্টস গুলা পইড়েন )
Torrent
http://goo.gl/a3sk4
http://goo.gl/TXdYL ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।