আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ দ্যা হবিট - এ্যান আনএক্সপেক্টেড জার্নি !

মাত্রই IMAX 3D তে "দ্যা লর্ড অফ দ্যা রিংস" ট্রিলজির প্রিকুয়েল ট্রিলজি "দ্যা হবিট" -এর প্রথম পর্ব "এ্যান আনএক্সপেক্টেড জার্নি" দেখে বাসায় ফিরলাম । মুভিটা দেখার পর আমার প্রতিক্রিয়া কিংবা ভালোলাগা, যেটাই বলেন... সেটা মুভিখোর ব্লগারদের সাথে শেয়ার করার জন্যই এই পোস্ট । লর্ড অফ দ্য রিংস ট্রিলজির পর যখন যখন শুনলাম এটার প্রিকুয়েল ট্রিলজি দ্যা হবিট আসছে... তখন থেকেই মুভিটার অপেক্ষায় ছিলাম... আরো একবছর অপেক্ষা করতে হবে, সেই দুঃখে অনেকটা ঝোঁকের বশেই আমাজন থেকে দ্যা হবিট পেপারব্যাক কিনলাম.... উদ্দেশ্য, বইটা পড়ে কাহিনীটা আন্দাজ করার চেস্ঠা ! কিন্তু হায়, এমন জঘন্য ইংরেজীতে লিখা বই জিন্দেগীতে পড়ি নাই... যেখানে হ্যাগার্ডের আদ্যিকালের লিখা বইগুলি দিব্যি পড়া যায়, সেখানে ১৯৩৭ সালে লিখা বইয়ে এত্ত কঠিন কঠিন শব্দ, যেগুলির অর্থ অক্সফোর্ড ডিকশনারীতে পর্যন্ত নাই ! অর্ধেকের মতো পড়ে 'আমার দ্বারা সম্ভব না' মন্তব্য সহকারে ক্ষ্যান্ত দিসিলাম ! যাই হোক মুভির কথায় আসি ! এক কথায় এমেইজিং ! পিটার জ্যাকসন আবারো প্রমাণ করলেন, হি ইজ দ্য বস । যেখানে তিন তিনটা ম্যমথ সাইজের বুক থেকে লর্ড অফ দ্যা রিংস ট্রিলজি বানানো হয়েছে, সেখানে রিংস ট্রিলজির একটা বইয়ের চেয়েও ছোট একটা ক্লাসিক বুক থেকে তিন তিনটা মুভি বানানোর দুঃসাহিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যেটাকে বেশীরভাগ ক্রিটিকই বাকাঁ চোখে দেখেছিলেন । ১ম পর্বের ক্ষেত্রে যে পিটার জ্যাকসন পুরোপুরি সফল সেটা আর বলার অপেক্ষা রাখে না... মোস্টলি পজিটিভ ক্রিটিকাল রিভিউ আর প্রথম সপ্তাহের ফিনান্সিয়াল সাকসেসই এর প্রমাণ ।

প্রেক্ষাপটঃ (অবশ্যই প্লট নয়.... মুভির কাহিনী বলে দিয়ে আপনার মুভি দেখার মজাটা নস্ট করার কোন ইচ্ছাই আমার নেই ! মুভির শুরু বিলবো বাগিনস-এর ১১১তম জন্মদিনের দিনে... তিনি ভাবলেন, তার পুরো এডভেঞ্চারটা ফ্রডো বাগিনস-এর জন্য লিখে যাবেন.... এই সময় একটা ক্যামিও চরিত্রে এলিজা উড (ফ্রডো বাগিনস) -কে দেখায়। শুধু ওইটুকুই, তারপর আর পুরো মুভিতে তার কোন দেখা মিলে না । মুভি চলে যায় অতীতে... ষাট বছর আগের হবিটভূমিতে...এখান থেকেই মুভির মূল কাহিনী শুরু ... উইজার্ড গানডলফ দ্য গ্রে-র চালাকিতে ডর্ফদের হাতছাড়া হওয়া ট্রেজার উদ্ধার অভিযানে সঙ্গী হতে হয় বিলবো বাগিনসকে। তারপর শুরু এডভেঞ্চার, শুরুতে ট্রলদের আক্রমণ, তারপর গবলিনদের হাতে বন্দি হওয়া, একটু পরপরই নতুন চমক, অর্কসদের সাথে খন্ডযুদ্ধ, স্মীগল (গল্লোম)-এর সাথে বাগিনস-এর রিডল গেম আর তার ফাঁকে মিস্টিরিয়াস রিং হাতিয়ে নেয়া..... এভাবেই এগিয়ে যায় কাহিনী । অত্যাধুনিক টেকনিক্যাল ইকুইপমেন্টের সাহায্যে তৈরি অসাধারণ স্পেশাল ইফেক্ট আর ব্যালান্সড ব্যাকগ্রাউন্ড সাউন্ড মুভিটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে, এই ক্যাটাগরিতে বছরের সেরা মুভি বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হবে না ।

আর IMAX 3D -এর কথা বললে এটাকে ইতিহাসের সেরা থ্রিডি মুভি বলা যায় (এনিমেটেড থ্রিডিগুলি বাদে) । কারণ, এ পর্যন্ত যতগুলি 3D বিগবাজেট মুভি বেরিয়েছে, প্রায় সবগুলিই আমি 3D তে দেখেছি.... সবগুলির মধ্যে এটাকেই বেস্ট মনে হয়েছে । এভেঞ্জারস কিংবা গোস্ট রাইডারের মতো 3D মুভিগুলি এটার কোয়ালিটির কাছে কিছুই নাহ । একটা অংশের কথা না বললেই নয়, মুভির শেষের দিকে গানডালফ একটা প্রজাপতিকে সাহায্য চেয়ে গালাড্রিলের কাছে পাঠাচ্ছিল, তখন প্রজাপতিটা উড়ার মূহুর্তটা এতটাই বেশি বাস্তব আর চোখের সামনে ভেসে ভেসে গেছে যে, থিয়েটারভর্তি মানুষ বিস্ময়ে স্তব্দ হয়ে গিয়ে দেখেছে.... পিছনের লাইন থেকে বিস্মিত একজন বলে উঠলো, "Jesus! How the hell they did it?" উত্তরে তার জিএফ (কিংবা বান্ধবী) বললো, "that was fucking awesome!" আমার কাছে এটা এখন পর্যন্ত দেখা শ্রেষ্ঠ 3D এক্সপেরিয়েন্স । এখন আসছি ইল্যুশানের ব্যাপারে, রিংস ট্রিলজিতে ৫ফিট ৬ইঞ্চি এলিজা উডকে চারফুট দেখানোর ইল্যুশনে যারা বিস্মিত হয়েছিলেন, তাদেরকে বলছি, "এই মুভিতে এত্তবেশি ইল্যুশন আছে যে, একটু পরপর বিস্ময়ে মুখ হা হয়ে যাবে.... " * এখন পর্যন্ত IMDB রেটিং 8.6 ।

* আমার রেটিং ৯.৫ আউটঅফ ১০.. * বাংলাদেশে এটা রিলিজ দিবে কি না জানি না.... যদি রিলিজ দেয়, তাহলে ভূলেও গার্লফ্রেন্ড নিয়ে দেখতে যাবেন না.... না আরামে মুভি দেখতে দিবে, না কনসিট্রেট করতে দিবে ডাউনলোড লিংকঃ * BRRip 1080p YIFY (2.5 GB) * BRRip 720p YIFY (1.3 GB)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.