আমাদের কথা খুঁজে নিন

   

আমার অসাধারণ প্রতিভাবান এবং সৃষ্টিশীল এক বন্ধুর কথা বলি। ও নাকি চারুকলার ভর্তিতে ড্রয়িং এ ফেল করেছে!!!!

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। সাকিব-শিশিরের বিয়েতে অসীমের উপহার ওর সাথে আমার প্রথম পরিচয় কলেজ জীবনে। কেমিস্ট্রি প্রাইভেট পড়ার সময় আমি যে বেঞ্চে বসতাম, প্রায় দিনই দেখতাম সেখানে কিছু আঁকা।

কলম দিয়ে বেঞ্চের কাঠের উপর কেউ যে এত সুন্দর আঁকতে পারে তা প্রায় অবিশ্বাস্যই লাগছিল। খুব ইচ্ছে হল এই বন্ধুটির সাথে পরিচইত হব। দুই একদিন পর তার সাথে কলেজ ক্যাম্পাসে আমার পরিচয় হল। ওর নাম অসীম। অসীম চন্দ্র রায়।

অসীম চন্দ্র রায় কোন এক বৃত্তির জন্য অসীম একটি আবেদন করেছিল। সেখানে ও কি কি পুরষ্কার জিতেছে তার একটা লিস্ট জুড়ে দেয়া ছিল। আমি সেই লিস্ট পড়ে শেষ করতে পারিনি। এতই লম্বা ছিল সেই তালিকা!সবচেয়ে মন খারাপ হল তখনই যখন শুনলাম পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার জন্য অসীম এইচ এস সি পরীক্ষাটা দিতে পারেনি!যাই হোক, পরেরবার সে ভালোভাবেই পাশ করে চারুকলার জন্য প্রস্তুতি নিতে থাকল। তার অনেক কাল আগে থেকেই শখ ছিল চারুকলায় পড়বে।

আমরাও জানতাম অসীমের জন্য একমাত্র জায়গা হল চারুকলা। ক্লাস ফাইভে অসীমের আকা মাওলানা ভাসানীর ছবি ক্লাস সেভেনে অসীমের আকা একটি স্কেচ অসীমের আকা দুটি পোট্রেট। অসাধারণ না??? জলরঙ্গে করা কামরুল হাসান চারুকলার জন্য প্রস্তুতি নেয়ার সময় অসীমের ঝোক যায় ক্যারিকেচার বানানোর দিকে। তার ২০ মিনিটের লাইভ ক্যারিকেচার! এত সুন্দর হত সেগুলো। আমি জানতাম না অসীম ক্যারিকেচার শুরু করেছে।

গত রোজার ঈদের কয়েকদিন আগে ফেসবুকের ওয়ালে দেখি আমার প্রোফাইল পিকচার থেকে অসীম আমার একটা ক্যারিকেচার তৈরী করে ঈদ মোবারক জানিয়েছে। কি যে ভাল লেগেছিল সেদিন!এই প্রথম কেউ আমার ছবি আঁকল। তারপর থেকে রেগুলার সে ক্যারিকেচার করে যাচ্ছে। অসীমের করা ২০ মিনিটের লাইভ ক্যারিকেচার। নিচের পোট্রেটটি করতে ওর লেগেছে ৭ ঘন্টা ওর কাকিমার ছবিটা দেখুন।

কি মায়া জড়িয়ে আছে ছবিটাতে!! সবচেয়ে ক্ষোভ জন্মেছিল কোনদিন জানেন, যেদিন শুনলাম অসীম চারুকলায় চান্স পায়নি। আরও আশ্চর্যের বিষয় হল, সে নাকি ড্রয়িং এ ফেল করেছে!!কি যে মন খারাপ করেছিল ছেলেটি। আর আমার ক্ষোভ জন্মাচ্ছিল দেশের শিক্ষা ব্যবস্থার উপর। পড়ে কোথায় যেন পড়লাম, চারুকলার ভর্তি পরীক্ষায় নাকি ঘাপলা হয়েছে। আমার এই বন্ধুটিকে নিয়ে আমার একটা খুব ইচ্ছা আছে।

ওকে নিয়ে একটা আর্ট শপ খুলব আমি। অনেক ডিজাইনের টি-শার্ট, অনেক আর্ট সামগ্রী থাকবে। সেখানে থাকবে অসীমের আঁকা সব দুর্দান্ত ছবি। ওর জন্য একটা আর্ট গ্যালারীও দেয়ার ইচ্ছা আছে। আমি নিশ্চিত পুরো গ্যালারিটাই ব্যস্ত থাকবে সারাবছর তাকে নিয়েই।

কদিন আগে কার্টুন ফেস্টিভালে অসীম ফেসবুকে আর্টিস্ট অসীমের একটি পেজ আছে। কেউ চাইলে ঘুরে আসতে পারেন। এখানে ক্লিক করুন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।