রোববার দুপুরে উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমানা দেয়াল নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সকাল ১১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শমসেরের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে।
মাঈনুর রহমান বলেন, “বেলা ২টা পর্যন্ত চলা সংঘর্ষে আলমগীর হোসেন নামের একজন গুলিবিদ্ধ হয়েছে।”
এছাড়া তিনি নিজেসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানান ওসি।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।