আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!
নায়ক রাহুল ! আরো ভাল করে বলতে হয় ব্লগার রাহুল ।
একজন রগচটা ব্লগ সুপার ইস্টার। যার সম্বল শুধুমাত্র একটা এইচপি কোর আই থ্রীর একটা ল্যাপটপ, আর অসম্ভব শক্তিশালী লেখার হাত ! রীতিমত শারীরিক ব্যামাগারে গিয়ে সেই শক্তিশালী হাত বানানো !
তাকে অনলাইনে একটু দেখার জন্য অন্যান্য ব্লগাররা ঘন্টার পর ঘন্টা উদ্বেলিত হয়ে অপেক্ষা করতে পারে, তার জন্য সারা অনলাইন জগতের তরুণ তরুণীরা পাগল আর সব ব্লগ আকর্ষনের কেন্দ্রবিন্দু তিনি। ভয়াবহ রকম নন ক্যারিশমাটিক একটি চরিত্র !
ব্লগার রাহুলের একটার পোষ্টের জন্য সবাই দিনের পর দিন অপেক্ষা করতে থাকে । সেই কাঙ্খিত পোষ্ট আসার সাথে সাথে তার অনুসারীরা যুদ্ধ জয় করতে সেই পোষ্টের উপর লাফিয়ে পড়ে ।
কে কার আগে লাইক দিবে ?
কে কার আগে কমান্ট দিবে !
ওহ ভাইয়া খুব সুন্দর !
এমন লেখা কেবল আপনিই পারেন !
অসাধারন ভাই !
আরো কত শত কমান্ট !
কিন্তু ব্লগার রাহুলের সেই দিকে খ্যাল নাই । সে সামুতে আসে । একট পোষ্ট দেয় । তারপর বেরিয়ে যায় । কে কি কমান্ট দেয় সে দিকে ফিরেও তাকায় না ।
ব্লগ সুপার ইস্টার সাধারনত কারো ব্লগেই ঢুকে না । নিজের ভিতরেই ব্যস্ত থাকে । একদিন হঠাৎ করে একজনের ব্লগে ঢুকে পড়ে ।
এইটাই হল নায়িকা আরোহীর ব্লগ ।
নায়িকা আরোহী তার ব্লগ শিরনামে নায়কের একটা কবিতার লাইন লিখে রেখেছে ।
রাহুল আর একটু লক্ষ্য করে দেখে নায়িকা আরোহী প্রিয় পোষ্টের তালিকায় সব তার লেখা পোষ্ট !
একটা পোষ্টে নায়ক দেখতে পেল তারই একটা পোষ্ট নায়িকা একটু অন্য রকম ভাবে লিখেছে । শেষে অবশ্য তার নামও দিয়ে দিয়েছে ।
নায়িকা আরোহীর এমন সততা দেখে নায়ক তার প্রেমে পড়ে গেল !
অনেক দিন পর আরোহীর পোষ্টে কমান্ট দিল "আমারই পোষ্ট আমার থেকেও সুন্দর করে লিখেছেন আপনি"
রাহুল তারপর আরোহীর পুরা ব্লগ পড়তে লাগলেন ! বুঝে গেলেন খুব প্রতিভাবান এই ব্লগার । কিন্তু এর পাঠক সংখ্যা বড়ই কম ! তখনই মনস্থির করে ফেললেন যে ভাবেই হোক এই ব্লগার কে হিট বানাতেই হবে !
তারপর থেকেই ব্লগার রাহুল আরোতীর সব পোষ্টে কমান্ট করতে শুরু করা শুরু করলো । রাহুলের দেখাদেখি অনেকেই আরোতীর পোষ্টে কমান্ট করা শুরু করে ! আস্তে আস্তে ব্লগ জগতে আরোতী দুঃখিত ব্লগার আরোতীর নাম উজ্জল হতে থাকে !
এরপর?
টিপিক্যালি আরোহীর সাফল্য; রাহুলের পতনের সমানুপাতিক।
সাফল্যের চূড়ায় আরোহণ করে আরোহী, ধীরে ধীরে ব্লগার রাহুলের সেই শক্তিশালী হাত নষ্ট হয়ে যেতে থাকে ।
আরোহীর পোষ্টে যখন কেউ কোন লুল মার্কা কমান্ট করে তখন ব্লগার রাহুল গলা ছেড়ে তাকে গালা গালী করে ! এই নিয়ে অন্যান্য ব্লগারদের সাথে সুপারিস্টারের ঝগড়া লেগে যায় ! কথা কাটাকাটি বাড়তে থাকে !
বেচারা আরোতী কিছু বলতেও পারে না । একদিকে তার ভক্ত অন্য দিকে তার প্রেম ।
ও বলতে ভুলে গেছি ব্লগতের বাইরেও এই দুই ব্লগারের বেশ কয়েকবার দেখাও হয়েছে !
নিন্দুকেরা বলা বলি করতে থাকে যে ব্লগার আরোতীর ব্লগ ক্যারিয়ার এই রগচটা ব্লগার জন্য নষ্ট হতে বসেছে ।
রগচটা হলেও ব্লগার রাহুল তো ব্লগার আরোহীতে ভালবাসে ।
তাই সে আরোতীর ব্লগে আর আসবে বলে ঠিক করে । এবং ব্লগেও আসা বন্ধ করে দেয় ।
কিন্তু আরোতী ব্লগারকে ফিরিয়ে আনে । তার রগচটা ভাবটা নিয়ন্ত্রন করতে বলে । ব্লগার রাহুল আবার আরোতীর ব্লগে কমান্ট শুরু করে ।
কিছু পাবলিক লুলামীও করলেও কিছু বলে না ।
সব কিছু ঠিক চলছিল ঠিক তখনই অন্য এক ব্লগার আরোতী আর রাহুলকে নিয়ে একটা পোষ্ট দেয় যা ঝড় তুলে ব্লগে জগতে ।
ঘুমিয়ে থাকা নেশার দানব জেগে উঠলো, ওলট পালট করে দিল সব!
পরিস্থিতি অন্যদিকে মোড় নিতেই রাহুল বুঝতে পারলো আর সেটা ঠিক করার কোন উপায় নাই । তার এখন এই ব্লগ জগৎ থেকে চলে যাওয়াই পারে আরোহীর ব্লগ ক্যারিয়ার কে বাঁচাতে ।
তাই সে নিজের ব্লগ একাউন্ট টি ডিএকটিভ করে দেয় !!
এই হল আশিকী টুর ব্লগ ভার্শন ।
লেখাটা লিখতে রুমি ভাইয়ের আশিকী টু মুভি রিভিউ টার সাহায্য নিয়েছি । বেশ কয়েকটি লাইন তার কাছ থেকে ধার করা । আসল কথা রুমি ভাইয়ের লেখাটা পড়েই এটা লিখতে ইচ্ছে হয়েছে । যদিও উনারটা আরো দুর্দান্ত ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।