চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার একমাত্র সন্তান অনিক ইসলাম। পড়ছেন কানাডার ওয়াটার লু ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। প্রায় প্রতিটি পরীক্ষাতেই অনিক খুব ভাল ফলাফল করে আসছিলেন। গত ঈদুল আজহার সময় ছেলের সঙ্গে কাটিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন ববিতা। দেশে ফিরেই তিনি ওয়াটার লু ইউনিভার্সিটির অধ্যাপক কার্ল হ্যাস স্বাক্ষরিত একটি চিঠি পান, যাতে অনিককে তার সর্বশেষ সিপ্রং টার্ম ২০১২ পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনিককে ২০১৩ সালের উইন্টার টার্মের জন্য স্কলারশিপও দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন পার্ল সুলিভান অনিককে চিঠি মারফত জানান যে, ২০১২ সালের ডিন পদকও পেতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি হিসেবেও তাকে কাজ করতে বিশেষভাবে অনুরোধ করা হয় চিঠিতে। ছেলের এ সাফল্যে ববিতা ভীষণ আনন্দিত। তিনি বলেন, চলচ্চিত্রে কাজ করলেও আমি একজন মা।
একজন একাকী মা আমি। অনিকের বাবাকে হারিয়েছি সেই কবে। কিন্তু অনিকের কথা চিন্তা করেই আমি সারাটি জীবন একাই পার করে দিয়েছি। ওকে মানুষের মতো মানুষ করে তোলাই ছিল আমার লক্ষ্য। অনিকের একাডেমিক রেজাল্ট আজ আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে।
অনিক আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সবাই আমার অনিকের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ওয়াটার লু ইউনিভার্সিটিতে অনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতাধীন যেসব বিষয় নিয়ে পড়ছেন তা হলো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস মাইক্রো-ইলেকট্রনিকস, ইন্টিগ্রেটেড ডিজিটাল ইলেকট্রনিকস, ইলেকট্রো মেগনেটিভ ওয়েবস, রেডিও ফ্রিকুয়েন্সি এন্ড মাইক্রো ওয়েভ সার্কিটস, ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রজেক্ট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।