আমাদের কথা খুঁজে নিন

   

পুরাই টাস্কিত

অসহ্য কিছু ব্যাপার এই দুনিয়াতে আছে। এর মধ্যে অন্যতম হল কোন ব্লগে অ্যাকাউন্ট খোলা.। উফফ... ... :( বসে আছিলাম এক সরকারী লাইব্রেরী তে। বই পড়ার চেয়ে বসে বসে সময় কাটানোই আমার মূল উদ্দেশ্য ছিলো। কিন্তু ঐ যে কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলে ও ধান ভানে।

আর সেই সূত্র অনুসারে আমি লাইব্রেরীতে গিয়ে ও এক মেয়েকে পটানোর চেষ্টা করতেছিলাম :p । এবং অনেকাংশে আমি সফল ই ছিলাম। কারন, তার সাথে অনেকক্ষন ব্যাপী দৃষ্টি বিনিময় হলো ,হাসি বিনিময় হলো, শুধু মন বিনিময় টা বাঁকী । ভাগ্য খুব বেশী খারাপ না হলে এইবার কাম হইবো। যাউক গা মূল প্রসঙ্গে আসি, লাইব্রেরীতে আসলো এক ভ্যান চালক।

দেখতে কালো মতো, অলটাইম চোখে সস্তা সানগ্লাস (এমন কি রাতে ও!), মাথায় ক্যাপ, একটু বড় বড় চুল, গায়ে ময়লা জিন্স শার্ট আর পায়ে লেডিস জিন্স প্যান্ট। চেহারায় কেমন যেন নেশাখোর নেশাখোর ভাব। বললাম- "বস্, কি খবর?" ও বললো- "পেপার পড়তে আসছি"। আমি বললাম- "পড়েন"। অন্য পেপার ফাঁকা না থাকায় ও টেনেটুনে একটা ইংরেজি পেপার নিয়ে এসে আমার সামনে বসলো।

মনে মনে বিকট একটা হাসি দিয়ে বললাম- "বস্ পেপারটা আমারে একটু পড়ে শোনান তো"। ও আমাকে পুরোপুরি বোকার স্বর্গে পাঠিয়ে দিয়ে কোন প্রকার জড়তা ছাড়াই আমাকে পেপারটা পড়ে শোনাতে লাগলো। আমি তো পুরাই টাশকি খায়া গেলাম। সেই টাশকি এখনো হজম হয় নাই। আহহারে কার মধ্যে কি প্রতিভা ! হে ধরণী তুমি দ্বিধা হও, আমি আকাশে উড়াল দেই..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।