দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !
আমি সামুতে আসার আগে অন্যান্য কিছু ব্লগের সদস্যও হয়েছি। কিন্তু সামুতে এসে আমি ব্লগিংয়ের মজা পাই তা অন্য কোন ব্লগে পাইনা। তবে কিছু বিষয় দৃষ্টিকটু লাগে যা সংশোধন করা জরুরি বলে আমি মনে করি। যেমন:
১. বিভিন্ন বিষয়ের পোস্ট এক সাথে দেয়া হয় । অনেকটা জগা-খিচুড়ির মতই অবস্থা।
২. এতে ভাল পোস্টগুলি প্রথম পাতায় খুব কম সময় পায় এতে দেখা যায় এই পোস্ট গুলি পড়া হতে অনেকে বঞ্চিত হয়। খুব কম ব্লগারই আছে যারা বিগত ২ বা ৩ পৃষ্ঠার চেয়ে বেশী পেছনে গিয়ে পুরনো পোষ্ট গুলি দেখে।
৩. নির্দিষ্ট বিভাগ না থাকায় নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কে মতামত বা পোস্ট কি আছে তা জানতে ঝামেলা হয়।
৪. দেখা গেলো কারও রাজনীতি সম্পর্কে জানতে আগ্রহী নয় তবুও তাকে তা দেখতে হয়।
৫. লাইভ স্ট্রিমিং: এগুলো ব্লগের সৌন্দর্য বাড়াবে।
অডিও: বিভিন্ন এফ.এম অনুষ্ঠান শোনা
ভিডিও: ইউটিউব সহ আরও কিছু ইউটিউবের ন্যয় সাইটের লিংক পোস্টে ইউটিউবের ন্যয় যুক্ত করার ব্যবস্থা।
যদিও এখন ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হয় । তবুও বিভিন্ন সময় এমনিতেই নিচের মত সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধান করা।
৬. ভাল মানের কোন লিখা জমা দেয়া বা ভাল লেখার জন্য কোন অর্থনৈতিক বা ব্লগীয় নির্দিষ্ট বিশেষ কোন পুরষ্কার দেয়া উচিত।
ভাল ব্লগারদের ধরে রাখার জন্য ও নতুনদের উৎসাহিত করার জন্য এসব কিছু করা উচিত। এ পুরস্কার মাসিক, ষান্মাষিক বা বাৎসারিক যাই হোক না কেন।
৭. ভিন্ন ভিন্ন বিভাগে বিভাগে পোস্টগুলো প্রকাশ পেলে সামুর সৌন্দর্য আরও বাড়বে বলে আমি মনে করি।
৮. এতে আমাদের ইন্টারেস্টের বিষয়ে সরাসরি ব্লগিং করতে সুবিধা হবে।
৯. কোন পোস্টের ব্যাপারে আপত্তি থাকলে তা যেন আরেকটি পোস্ট লিখে ধরিয়ে দিতে না হয় এজন্য "প্রতি পোস্টের পাশেই রিপোর্ট বা এরকম কোন বাটন দেয়া উচিত"।
এতে সব পোস্টে সবসময় নজর না রাখলেও চলবে। যদি নাই পারেন অন্তত মডুর সংখ্যা বা নিদিষ্ট কোন কর্মচারীও নিয়োগ দেন।
বিভিন্ন সময় বিজ্ঞাপন তো কম দেখি না। এতদিন শুধু ফ্লাস পিক বা পিক বিজ্ঞাপন ছিল কিন্তু সম্প্রতি আবার ভিডিও বিজ্ঞাপনও দেহি দরকার হইলে বিজ্ঞাপন আরেকটা দেন।
১০. সামুর ইমো আরও কিছু বাড়ানো দরকার।
আর কিছু ইমো (পোস্টে লিখার সময় উপরে থাকে) প্রায় একই ধরনের যা বাদ দিয়ে নতুন কিছু ইমো যোগ দিলে ভাল হয়।
তা ছাড়া কিছু বাংলায় লিখা অটোমেটিক মন্তব্যও রাখা দরকার যেমন: ভাল হয়েছে, পোস্টে প্লাস, পোস্টে মাইনাস এইরকম যার সঙ্গে এনিমেশন থাকলে আরও ভালো।
ইত্যাদি;
১১. ব্লগারদের মাঝে চ্যাটিং এর সুযোগ করে দিলে আরও ভালো হত।
১২. নতুন নতুন ব্লগারদের 'জেনারেল' করা ভালো কিন্তু এত করবেন না যাহাতে তাদের পোস্টগুলি কন্টোল না করতে পারেন।
১৩. নিজের নাম পরিবর্তনের অতিরিক্ত একটা সুযোগ থাকা দরকার।
যেমন আমার নিকটা যখন রেজি: করলাম বাংলায় দেখি সমস্যা আবার কিভাবে বাংলায় লিখে তাও জানতাম না। পরে জানলাম কিন্তু নামটা এডিট করতে পারি নাই।
১৪. পোস্ট দেয়ার সময় প্রয়োজনীয় ছবি আপলোড এক সাথে একাধিক সিলেক্ট করার অপশন থাকা দরকার।
১৫. অনলাইন পোল খুবই জরুরি বিষয় যা অনেক সময় পোস্টে বুঝানো সম্ভব না। সুতরাং এই পোল অর্ন্তভুক্তির আবেদন জানাচ্ছি।
১৬. পুরো ব্লগটি কিছুটা হলেও রঙ্গিন করে সাজানো হোক। সাদা তে অনেক সময় চোখে সমস্যা করে। এজন্য ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সাদা থাকার বিপক্ষে আমি।
১৭. বিভিন্ন পোস্ট যেন জনপ্রিয় সোস্যাল মিডিয়ায় সহজে শেয়ার করা যায় তার ব্যবস্থা করা।
১৮. লেখা গুলো সাজানো বা প্যারগ্রাফ ফরমেটিং এর ব্যবস্থা পুরোপুরি চালু করা দরকার।
১৯. পোস্ট নির্বাচনের ব্যাপারেও মডুদের সচেতন হতে হবে। দেখতে হবে কোন অগুরুত্বপূর্ণ পোস্ট যেন নির্বাচিত না হয় আবার কোন ভাল পোস্ট যেন আড়ালে থেকে না যায়। আমরা জানি মানুষ মাত্রই ভুল হয়। বিশেষ কোন শ্রেণীকে যেন একাধারে পোস্ট নির্বাচনের সুবিধা না দেয়া হয় সে বিষয়ে একটু দেখবেন আশা করি।
২০. অনেক সময় দেখা যায় মোবাইল দিয়ে সামুতে ব্লগিং এর ক্ষেত্রে কমেন্টস্ এর উত্তর দেওয়ার অপশনটা হাইড করা থাকে ফলে অনেক সমস্যা পোহাতে হয়।
আবার অনেকে বিরক্তও হয়। তাই মডুদের কাছে আবেদন কমেন্টস্ এর উত্তর দেওয়ার অপশন টা হাইড না করে আগের মত করে দিন।
এই পোস্ট দেয়ার পর ব্লগাররাও কিছু সমস্যা দিয়েছে যা মডুদের জানা প্রয়োজন:
১. ''প্রিয় তালিকা থেকে নির্দিষ্ট পোস্ট মুছে দেয়া সমস্যা''
২. তন্দ্রা বিলাস বলেছেন: প্রতিদিনের সামুর পোস্ট সংখ্যা। দিলে আরও ভালো হয়
৩. আরও কিছু পরামর্শ পাবেন "দেকি শুনি বলি" নিক শীর্ষক এই ভাইয়ের লেখা ও কমেন্টে
৪. ধর্মীয় আঘাত হানে এমন বিষয় নিয়ে প্রকাশ নীতিমালা সংশোধন করা প্রয়োজন। যতই আপনারা বলুন না কেন মুক্ত চিন্তা ও বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবেনা, যদি এর মাধ্যমে কোন ধর্ম, গোত্র, বর্ণ এর লোকজন আঘাত পায় এবং পরবর্তীতে তা সহিংসতায় রূপ নেয় তবে তার দায়-দায়িত্ব আপনারা যারা মডারেটর আছেন তাদের উপরও কিন্তু বর্তায়।
আরো অনেক বিষয়ই আছে তবে গত স্বল্প কয়েক মাসের ব্লগিংয়ে আমার মনে হলো এগুলোর প্রতি জোর দেয়া উচিত।
আশা করি ব্লগ ডে উপলক্ষে মডুদের কাছ থেকে এসব বিষয়ে সাড়া পাব।
আপনারাও ব্লগ ডে ও বিজয় দিবসে এ সকল বিষয়ে সবাই আপনাদের পরামর্শ শেয়ার করবেন।
[বি:দ্র: মডুরা দেখে থাকলে আওয়াজ দেন নাহলে রাতে আবার মনে করিয়ে দিব]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।