আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব বিশ্ববিখ্যাত এঞ্জেলিনা জোলি আজ ডাবল মাস্টেকটমি র পর প্রথম বারের মত জনসম্মুখে এসেছেন। জোলি'র যে অপারেশন হবে তা প্রথম জানতে পারি, ফেইসবুক থেকে।
তা হয়ে গেছে তাও জানতে পারি ফেইসবুক থেকে। যে সংবাদ মাধ্যম এটা ফেইসবুক এ পোস্ট করেছিল, তার নিচে অনেকের কমেন্ট দেখে একটু কষ্ট পেয়েছিলাম। অনেক কমেন্টার এর বক্তব্যে ছিল এক ধরণের বিকৃত আনন্দ পাওয়ার দ্বিধাহীন প্রকাশ।
জোলি বিশ্ব বিখ্যাত নায়িকা হতে পারে, আমি তার খুব বেশি মুভি দেখি নাই। কাজেই সে আমার খুব প্রিয় কোন ব্যক্তিত্ব না।
কিন্তু আমি আসলে সেইসব মানুষদের কিছু বলতে চাই, যারা দ্বিধাহীন ভাবে তাদের বিকৃত আনন্দ প্রকাশ করেছিল।
আল্লাহ আমাদের খুব সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু একি সাথে আমাদের শরীর টাকে করেছেন খুব ই ক্ষণস্থায়ী। আমাদের জেনেটিক সিকোয়েন্স এর খুব সামান্যতম পরিবর্তন হলেই, যাকে আমরা মিউটেশন বলে থাকি, তাই ক্যান্সার হবার জন্য যথেষ্ট। ক্যান্সার কে ভয় পায় না কে ? সবাই পায়। কারণ এই নশ্বর পৃথিবী থেকে যেতে চায় না কেউ।
BRCA gene থাকলে একজন মানুষের ব্রেস্ট এবং ওভারিয়ান (ডিম্বাশয়) এর ক্যান্সার বেড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এঞ্জেলিনা যখন জানতে পারে, তার এই জিন আছে, তখন ই সে এই ডিসিশন টা নেয়। হতে পারে, মৃত্যুভয় এবং তার সন্তানদের এবং ব্রাড পিটকে ছেড়ে যেতে হবে এই ভয় তাকে এই কাজ করতে উতসাহিত করেছে। সাথে ছিল চিকিতসক দের পরামর্শ। কিন্তু তাই বলে কি সবার এই জিন টেস্ট করা উচিত।
উত্তর হল না। কিছু হিস্টরি চিকিতসকদের নির্দেশনা দেয় এই টেস্ট করতে হবে কিনা !
সারভাইকাল ক্যান্সার ( নারী দের জরায়ুমুখের ক্যান্সার), প্রোস্টেট ক্যান্সার (পুরুষদের প্রোস্টেট এর ক্যান্সার), ব্লাডার ক্যান্সার, কিডনী ক্যান্সার, স্টমাক বা কলো রেকটাল ক্যান্সার , লিউকেমিয়া,কতরকম এর যে ক্যান্সার আছে।
আসুন আমরা ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াই, এবং কেউ যদি প্রতিরোধ মূলক কোন ব্যবস্থা নেয়, তাকে উপহাস না করে, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি। এইসব ক্যান্সার যে কোন মুহূর্তে যে কারো হতে পারে। তবে নিয়ম মেনে চললে এবং সময়োপোযোগী পদক্ষেপ নিলে ক্যান্সার ছড়াবার আগেই তা প্রতিরোধ করা সম্ভব।
এঞ্জেলিনা জোলি র কথা আবার বলব, তার অতীত জীবনে যেমন অনেক অন্ধকার দিকে আছে, তেমনি তার জীবনে অনেক আলোকিত দিক আছে। অতীতে কি করেছেন তার চেয়েও বেশি গুরূত্বপূর্ণ এখন কি করছেন।
কে দোষী, কে নির্দোষ, কে আস্তিক, কে নাস্তিক, কে ভাল, কে খারাপ সব কিছুর হিসাব তো পরকালে আল্লাহ ই করবেন। আমরা আল্লাহর নিয়ামত কে স্মরণ করার পাশাপাশি আরেকটু নরম হই, আরেকটু ধৈর্যশীল হই, অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান আরো একটু বাড়ানোর চেষ্টা করি। সারাক্ষণ অন্যের ভুল নিয়ে গীবত না করে নিজেকে শোধরানো চেষ্টা করি।
প্রতিদিন অন্তত নিঃস্বার্থভাবে একটা ভাল কাজ করি, কটু কথা না বলি, বা নি লিখি। মিথ্যার পথ, অহংকারের পথ পরিহার করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।