আমাদের কথা খুঁজে নিন

   

নিয়াজীর সাক্ষাতকারে লেখা যে সে সম্প্রতি ৭১ নিয়া একটা বই লিখসে বইটা উৎসর্গ করসে বাংলার “রাজাকারদের” কারণ পাকিরা সৈনিক ছিল তাই তারা যুদ্ধ করতে বাধ্য ছিল কিন্তু এরা শুধু ঈমানের টানে পাকিস্তানিদের সাহায্য করসিল, এরা না থাকলে ৯ মাস দীর্ঘ হত না এ যুদ্ধ আগেই . .

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আমার এক ছাগু প্রায় বন্ধুর কিছু প্রশ্ন ও উত্তর # জাফর ইকবাল কি কখনও উনার রাজাকার নানার জন্যে জাতির কাছে মাফ চেয়েছে ? # যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে পেপার , ব্লগেই লাফান । উনি কেন আদালতে রাজাকার , আল বদরের বিপক্ষে সাক্ষী দিতে গেলেন না ? অসাধারণ প্রশ্ন, আচ্ছা তুই বুকে হাত রেখে বল তুই যুদ্ধাপরাধের বিচার সমর্থন করিস ?? জাফর ইকবাল স্যার ,শাহরিয়ার কবির স্যার "ঘাতক দালাল নির্মূল কমিটি"র সাথে সরাসরি জড়িত । তারা সাক্ষী দিলে বিচার প্রশ্নবিদ্ধ হয়, নুনতম স্রদ্ধা দেখা ৭১ রের শহীদদের শাহরিয়ার কবির তার পুরো জীবনটা কাটালেন এই দাবিতে , জাফর ইকবালের "আমার বন্ধু রাশেদ" পড়ে বিছানা ভিজিয়েছি, কি মনে হয় তোদের ? বিক্রি বাড়ানোর জন্য লিখেছেন ?? কি স্বার্থ , ২ আমলেই জামাত শিবিরের ফতোয়া মাথায় নিয়ে কত করে পান (হুমায়ূন আজাদকে তো মেরেই ফেলল)? জাফর ইকবালের নানা যে রাজাকার সেটা কোথা থেকে জানলি ? ওনাদের বই থেকেই। হুমায়ূন আহমেদ জাফর ইকবালরা যদি লিখে না যেতেন আজকে কেউ এটা জানত না। সত্য গোপন করেন নাই। আর মুক্তি যুদ্ধ নিয়ে এমন কাজ করে গেছেন যা অন্তত তুই করিস নাই . . . . .আর বললাম না, সাহারিয়ার কবিরের একটা বই আছে “সেই সব পাকিস্তানি” বইটাতে নিয়াজী,টিক্কা খান,রাওফরমান আলীর মত লোকের সাক্ষাৎকার আছে তো নিয়াজীর সাক্ষাতকারে লেখা যে সে সম্প্রতি ৭১ নিয়া একটা বই লিখসে বইটা উৎসর্গ করসে বাংলার “রাজাকারদের” কারণ পাকিরা সৈনিক ছিল তাই তারা যুদ্ধ করতে বাধ্য ছিল কিন্তু এরা শুধু ঈমানের টানে পাকিস্তানিদের সাহায্য করসিল, এরা না থাকলে ৯ মাস দীর্ঘ হত না এ যুদ্ধ আগেই . . . . . . একটু , অন্তত একটু পড়ালেখা করিস মুক্তযুদ্ধ নিয়া । তোরা বিশ্ববিদ্যালয়ে পড়িস আমরাও পড়ি, কি মনে হয় ? আমারা ঢং করে রাজাকারদের ফাঁসি চাই ? আমাদের কি স্বার্থ ? গত দুই সরকার আমাদের কত করে দিত ? ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।