মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত *কি হয়েছে?
=নতুন একটি দল তৃতীয় শক্তির উথানের ডাক দিয়েছে।
*কেন তারা এই ডাক দিয়েছে?
=একদল হরতাল দেয় আর একদল রাস্তায় পিটিয়ে মানুষ মেরে ফেলে। এই সব কারণে মানুষ তাদের উপর অতিষ্ট। তাই তারা এই দুই দলের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য তারা হরতালের ডাক দিয়ছে।
*তারা এখন পর্যন্ত কী করেছে?
=তারা ১৭ তারিখে হরতালের ডাক দিয়েছে।
*বুঝলাম না, তারা না দেশকে বাঁচাতে চায়? তাহলে আবার হরতালের ডাক দিল কেন?
=আমার মনে হয় কি, আসলে তারা দেশকে বাঁচানের জন্য হরতালের ডাক দেয়নি। দিয়েছে তাদের দলের প্রচারের জন্য।
*আমরা কি এখন কি করব?
=ঘরে বসে থাকবো, এছাড়া আর কি করার আছে?
*তাহলে এই তৃতীয় শক্তি দিয়ে আমাদের কী লাভ হবে?
=আমাদের লাভ না হোক। যারা হরতালের ডাক দিয়েছে তাদের লাভ ঠিকই হয়ে গেছে।
মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে তারা তাদের খোমা দেখিয়ে দিয়েছে। এইটাই বা কম লাভের কি?
-------------------------------------------------------------------- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।