আমাদের কথা খুঁজে নিন

   

"মোবাইল লীলা"

কি চমৎকার দেখা গেল, মোবাইল ফোন বাজারে এলো- বায়োস্কোপের ন্যায়। মাস শেষে ভাই পকেট খালি, বেড়েছে বুঝি ব্যায়। এইতো সবে শুরু এখন, মোবাইল ফোনের লীলা। সমনে এখন ঘোর কলি ভাই- আছে কত ভিলা। আজ বাঙালীর নিত্য আহার! মোবাইল ফোনের ফ্যাশন বাহার।

কেউ আবার বিলাচ্ছে প্রেম, সারা রাএ জেগে। মোবাইল সদয় ব্যাস্ত থাকে, কথা বলার বেগে। চলছে অফার ব্যাপক হারে- টেকনাফ থেকে তেতুলিয়া, বলছে কথা প্রান খুলে, আমার প্রানের ময়না,টিয়া। কেউ বা দিচ্ছে উড়ো চুমু- মোবাইল ফোনে ছেড়ে, তুমি আমি তাই নেমেছি মাঠে। চুমু নেবই কেড়ে।

আমি এখন সস্তা প্রেমিক, প্রেমের বাজারে- বিকিয়ে দেব আমার এ প্রেম। রিচার্জ অফারে। এয়ারটেল এর বিশেষ অফার- বন্ধু মিলেছে বেশ। শুনছি নাকি চায়না ফোনে- ধ্বংস করছে দেশ। তোমার প্রেমিক, আমার প্রেমিক।

সবার প্রেমিক ভাই, সবার এখন একটি শ্লোগান- নতুন প্রেমিক চাই। বাড়ছে ছ্যাকা, খাচ্ছে ধোকা । প্রেমের বাজারে ধস, আজও সূচক নিম্নমুখী বলছে আমার বস্।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.