আমাদের কথা খুঁজে নিন

   

দেবোত্তর সম্পত্তি: অনিয়মে জেল জরিমানা

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এ আইনে দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন ও হস্তান্তরের জন্য একটি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। এই বোর্ডই এ সম্পত্তির সার্বিক তত্ত্বাবধান করবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এই দেবোত্তর সম্পত্তি বোর্ডের প্রধান হবেন ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’-এর ভাইস-চেয়ারম্যান। বোর্ডের একজন প্রশাসক থাকবেন।

ওয়াকফ্ প্রশাসকের কার্যালয়ের মতো আলাদা একটি কার্যালয় হবে। সরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন হিন্দু কর্মকর্তা প্রশাসকের পাশাপাশি এই বোর্ডের সদস্য সচিবও হবেন।
দেশের প্রত্যেক জেলায় দেবোত্তর সম্পত্তি বোর্ডের কার্যক্রম চলবে। পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা বোর্ডের প্রধান হবেন।
সচিব বলেন, এতোদিন এ সম্পত্তি রক্ষায় কোনো নির্দিষ্ট বিধি-বিধান না থাকায় হিন্দু ধর্মালম্বীদের নানা সমস্যায় পড়তে হয়েছে।


এই আইন পাস হলে কেন্দ্রীয় ও জেলা বোর্ডের মাধ্যমে হিন্দু ধর্মীয় উপাসনালয়গুলোর সম্পত্তির তালিকা তৈরি করা হবে। এসব সম্পত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন এবং প্রয়োজনে হস্তান্তর করা হবে।
সম্পদ রক্ষায় কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার প্রমাণ পেলে পাঁচ হাজার টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে অনুমোদিত খসড়ায়। আর সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বোর্ডকে মিথ্যা তথ্য দিলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে।  
এতে অসৎ উদ্দেশ্যে হস্তান্তর বা বেদখল হওয়া সম্পত্তি রক্ষা এবং উদ্ধার করা সম্ভব হবে এবং ব্যক্তিস্বার্থে এ ধরনের সম্পত্তির ব্যবহার রোধ করা যাবে বলে উল্লেখ করেন সচিব।


হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনালয়ের সম্পত্তির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এই আইন করছে সরকার। গত ১০ ডিসেম্বর এ আইনের খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়।     

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।