আমাদের কথা খুঁজে নিন

   

জীবনযুদ্ধে যখন ক্লান্ত আপনি

বেঁচে থাকার জন্য সংগ্রাম যুদ্ধ। প্রতিদিন বাইরের নিষ্ঠুর পৃথিবীটার সাথে যুদ্ধ করে যখন আমরা ঘরে ফিরি, তখন রাজ্যের অবসাদ আর ক্লান্তি এসে ভর করে আমাদের উপর। এসময় শুভমিতার একটা গান আমাকে অনেকটা সজীব সতেজতায় ভরিয়ে তোলে। গানের কথামালা গুলো অনেকটা এরকমঃ "যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই ।

। অনেকেই বলে মরণ অনেক জীবন সে নাকি একটাই। । প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি করে একটাই ?। যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই! অনেকেই বলে অনেক কথা কথার কথা তো সবটাই।

কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই । যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।