গত বছর অনেক সখ করে মশা মারার একটি ইলেকট্রিক ব্যাট কিনেছিলাম। ওটা দিয়ে মশা মেরে খুব যে মশা কমেছিল তা নয়। কিন্তু মশা জাতির উপর আমার পুঞ্জিভূত ক্ষোভ কিছুটা হলেও কমেছিল। মশা কামড়ালে রাগে ওইটা দিয়ে ৫-৭ টা মশা মেরে ফেলতাম । ভালো লাগতো।
কিন্তু চায়না জিনিস বলে কথা। ব্যাট টি আর কাজ করতেছেনা ইদানিং । আজকে মশার কামড়ে ঘুম ভাঙ্গার পর চিন্তা করতেছিলাম যে কি করা যায়। হঠাৎ ছোটবেলায় বোনের শেখানো একটি উপায় মনে পরে গেল। বানিয়ে ফেললাম মশা মারার আরেকটি মারণাস্ত্র।
খুব সহজ। ২ মিনিট লাগে।
একটি পাতলা থালা নিন। তারপর থালার ভেতরের দিকে সরিষার তেল মাখান। এরপর থালাটা নিয়ে ব্যাট দিয়ে যেভাবে মশার গায়ে লাগাতে হয় সেভাবে লাগান।
তেলে মশা আটকে যাবে। মশা জাতির উপর যাদের অনেক রাগ তারা এখনই বানিয়ে ফেলুন। দেখা যাক কে কয়টা মারতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।