জাদুনগরের কড়চা
শিক্ষক.কম এর রন্ধনকলা ১০১ কোর্সে বিজয় দিবস উপলক্ষ্যে শেফ নাজিম খানের স্পেশাল রেসিপি - বিজয় কুকি।
বানানোর কৌশল দেখতে হলে এখানে ক্লিক করুন ।
বিজয় কুকি
উপাদান:
৩ কাপ ময়দা (all-purpose flour)
৩/৪ চা চামচ বেকিং পাউডার
১/৪ চা চামচ লবণ
১ কাপ মাখন
১ কাপ চিনি
১ টি ফেটা ডিম
১ টেবিল চামচ দুধ
পাউডার চিনি, খামির বেলার জন্য
১ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট (ঐচ্ছিক)
দিকনির্দেশনা
ময়দা, বেকিং পাউডার, এবং লবণ একসঙ্গে মিশিয়ে চালনি দিয়ে ছাঁকুন। এগুলো সরিয়ে রাখুন। একটি বড় বাটির মধ্যে মাখন এবং চিনি মিক্সিং মেশিনে দিয়ে মিক্স করতে থাকুন।
তারপর মাখন এবং চিনি যখন ক্রিমের মত আকার ধারণ করবে, তখন ডিম ও দুধ দিয়ে আরো কিছুক্ষণ মিক্স করুন। তারপর দ্বিতীয় বারে বাকী ময়দাটা ডিম মিশ্রনের সাথে মিক্স করুন। ময়দার খামিরের চার ভাগের এক ভাগ আলাদা করে এতে লাল রং মিশাবেন। মিশানোর পরে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে একে একটা সিলিন্ডারের আকৃতি দিবেন এবং ডিপ ফ্রীজের ভিতরে রেখে দিবেন। বাদবাকি খামিরকে সবুজ রং দিবেন এবং ফ্রীজের ভিতরে রেখে দিবেন।
আধাঘন্টা পরে এই খামিরকে পিড়িতে বেলবেন।
পিড়িতে ময়দার বদলে পাউডার চিনি ছড়িয়ে দিন। তারপর সবুজ রঙের খামিরটাকে বেলতে থাকুন। ১/৪ ইঞ্চি পুরুত্ব হলে লাল রঙের খামিরকে এনে মাঝখানে রেখে চারিদিকে সবুজ রঙের খামির দিয়ে মুড়ে দিবেন। তারপর প্লাস্টিক দিয়ে মুড়িয়ে বর্গাকারের আকৃতি দিবেন এবং আবার ফ্রীজে রেখে দিবেন।
১ / ২ ঘন্টা পরে এই বর্গাকৃতির খামিরকে বের ফ্রীজ থেকে বের করে প্লাস্টিক সরিয়ে ১/৪ ইঞ্চি পুরু করে slice করুন। তারপর বেকিং ট্রেতে নিয়ে ৩৭৫ ডিগ্রী ফা. তাপমাত্রায় রেখে ১৫-২০ মিনিট বেক করুন। তারপর ঠান্ডা করে সুন্দর পাত্রে পরিবেশন করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।