তার আইনজীবীরা বলছেন, কারাবন্দি এই বিএনপি নেতার মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার বিস্ফোরক আইনের এ মামলায় রিজভীর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন লিওন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
আদেশের পর সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের সবগুলো মামলায় জামিন হয়ে যাওয়ায় রুহুল কবির রিজভীর মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে দেড়শ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে পল্টন থানায় দুটি মামলা হয়।
এর মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় হাই কোর্টের একটি বেঞ্চ গত ১৭ এপ্রিল রিজভীকে জামিন দিলেও বিস্ফোরক আইনের মামলায় দুই বিচারক বিভক্ত আদেশ দেন। পরে তৃতীয় বিচারপতির বেঞ্চ জামিন আবেদন খারিজ করে দেয়।
কিন্তু ওই জামিন আবেদনে দেওয়া রুলের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার জামিন মঞ্জুর করে বলে লিওন জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।