(প্রয়াত বিশ্বজিৎ স্বরণে, বিশ্বকে যার আর জয় করা হলো না– ক্ষমা করো আমাদের) কোপা সামছু কোপা মনে কর্ তুই এখন রাম’দা হাতে ধোপা, আগে মারবি পিঠের উপর, পরে মারবি পায় তা’না হলে কি মানুষ মেরে মজা পাওয়া যায়? কি সুন্দর দেখা যায়, ফিনকি দিয়ে রক্ত যখন ছোটে লাশ চেয়েছে যে নেতা, তার মুখে হাসি ফোটে, বলে কিনা এইতো আমার, সোনার ছেলের দল অপেক্ষা কর কয়দিন পর, পাবিই পাবি ফল। হারামজাদার সাহস কতো! প্রাণ আবার ভিক্ষা চাই! খুন-খারাবী, টেন্ডারবাজী, প্যারামিলিটারী আমরাই, তোরা হলি গরু-গাধা, মরলে কি আর যায় আসে আমার কিছু হলেই দেখিস নেতা-নেত্রী আছে পাশে। এক মা’য়ে বাড়ে ভাত, আর এক মা’য়ে পাতে হাত বিচারপতি বিচার ক’রো, নইলে তুমি আমারেও মা’রো, এক মা জানেনা সন্তান তার, কি কাজ করে এলো আরেক মা’র চোখে জল, ভাবে কি সে হারালো। এভাবেই সামছুরা আজ কোপায়, সে কি ভাবে ? ধোপার মতো রাম দা হাতে, তারেও যে কোপাবে। বলতে পারো আর কতদিন দেখবো এমন লাশ ? কবে পাবো বুক ভরা ভালোবাসা আর শান্তির নিঃশ্বাস!! বনশ্রী, ১১/১২/১২ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।