শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়! ব্যান্ডঃ মহিনের ঘোড়াগুলি অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে **************************************************************** পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আ হা হা হা আ… হা আ হা হা হা ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে সারি সারি মুখ আসে আর যায় নেশাতুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি আ হা হা হা আ… হা আ হা হা হা পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়া ফন্দি স্বপ্ন বেচার চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি আ হা হা হা আ… হা আ হা হা হা তার চেয়ে এসো খোলা জানালায় পথ ভুল করে ভুল রাস্তায় হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী **************************************************************** আমার স্ত্রীর জি বাংলা ও স্টার জলসা এবং আমার নিজের ল্যাপি, ইন্টারনেট এর প্রতি ক্রমবর্ধমান আসক্তির প্রতিবাদে। ইউটিউবঃ https://www.youtube.com/watch?v=5oBY-XTFt4 অডিওঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।