আজ আমি আমার ভালোবাসার মানুষের নতুন এক টা নাম রেখেই দিলাম।
" মেঘলা"।
যে নামে শুধুই আমি ই তাকে ডাকবো।
মনে হয় এই রকম এক টা নামের ই কম ছিলো তার মাঝে।
তাই আজ রেখেই দিলাম।
অবশ্য কালো রং এর কোন কিছু পরলে ওকে ভীষন সুন্দর লাগে দেখতে।
তাতে কি হবে?। ওর যে পছন্দের রং গোলাপি।
তবে গোলাপি যে ওকে কম মানায় তা না।
আমার পছন্দের রং কিন্তু ছিলো কালো।
ইদানীং গোলাপি রং টা ও বেশ ভালো লাগে।
ভালোবাসি তো তাকে অনেক তাই হয়তো।
আমার নিত্য দিনের প্রতিটা জাগায় ই গোলাপি রং টা রাখার চেষ্টা করি।
" মেঘলা " নামটা রেখেই দিলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।