আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল কিনতে চাই,তবে কোন টি কিনবো ? পরামর্শ চাই ?

এবার ইচ্ছে করছে স্মার্ট মোবাইল কিনতে। কিন্তু কোনটি কিনবো বুঝতে পারছি না। দয়া করে পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন । আমার কনফিগার প্রায় এরকম : ১. ডিসপ্লে সাইজ ৪ ইঞ্চি হতে হবে। ২. ডকুম্যান্ট (ওয়ার্ড এবং এক্সেল ফাইল) ভিউয়ার/ এডিটর সুবিধা লাগবে।

৩. কালার ১৬ এম (মিলিয়ন) হতে হবে। ৪.ক্যামেরা নূন্যতম ৫ মে.পি. বা বেশী এবং সামনের ক্যামেরাও ভালো মানের হলে ভালো হয়, স্কাইপি ব্যবহার করবো। ভিডিও এইচডি টাইপ। ৫. ব্যাটারী দীর্ঘ সময় চলে এমন অর্থাত তুলনামুলক বেশী এম্পিয়ার হলে ভালো হয়। ৬. বাজেট প্রায় (+/-) ২০০০০/-টাকা।

* ব্রান্ড পছন্দ : স্যামসুং । তবে ভিন্ন ভালো ব্রান্ড হলেও চলবে। সুতরাং অভিঙ্গদের নিকট আবেদন আমাকে পরামর্শ দিয়ে বাধিত করবেন। এছাড়া কতক গুলো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে তা'হল: >স্যামসুং কোম্পানীর মোবাইল ফোন অরিজিনাল কিনা কিভাবে বুঝা যায় ? >আই এম ই নম্বর কিভাবে বের করবো ? >কিভাবে সেটের কনফিগার জানা যায় ? >সেট কোন মাসে উতপাদন হয়েছে- কিভাবে জানব ? >সেট মেরামত হয়েছে কিনা- কিভাবে জানব ? এক কথায়, স্যামসুং সেটে কি কি কোড ব্যবহার করে সেট সম্পর্কে বিস্তারিত জানা যায় ? ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.