পথ শুধু সামনে এগিয়ে যাবার............ আপডেট : রাজধানীর খিলগাও, বাসাবো, গোড়ান, রামপুরা এলাকায় আমার দেশ পত্রিকা পাওয়া যাচ্ছে না। হকারদের থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে।
অট : ইতিমধ্যে ইউটিউব বন্ধ করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে ৭১ এর গনহ্ত্যা একটি নির্মম ইতিহাস। এই ইতিহাসে যারা কলংকের কালিমা লেপন করেছে তাদের এমন একটি বিচার দরকার যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে।
কিন্তু ইকোনমিষ্ট পত্রিকার প্রতিবেদন এ কি দেখলাম ?? যদি এই প্রতিবেদন নীতি নির্ধারনী মহলে রিস্কি মনে না হয়, তাহলে কেন ইউটিউব বন্ধ ?? কেন বিচারপতি বলবেন, "......সাকারে তো আমি থামাইয়াই দিছি। সাঈদীরে থামাচ্ছি না। কারণ, সাঈদী প্রায় শেষ। "
অথচ আমাদের গর্বে বুক ফুলে যেত, আর এখন লজ্জায় মাথা নত করে হাটতে হবে, কেননা, বিচারপতি নিজের কথাতেই প্রমান করেছেন তিনি বায়াসড। তার দ্বারা প্রাপ্ত রায়কে আর নির্দলীয় বলতে পারবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।