আমাদের কথা খুঁজে নিন

   

বস্তাপঁচা কবিতা।

আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি। মানুষ বদলে যায়।

মানুষ ভুলে যায়। কিন্তু তাদের স্মৃতিগুলো ভোলা যায় না। আমার জীবনের সেইরকম একজন মানুষের কথা মনে করে এই কবিতাটা লেখা। জানিনা সে কোথায় আছে? কেমন আছে? শুভ কামনা থাকল সেই মানুষটার জন্য। "তোমার মনে রক্তক্ষরন আমার চোখে উষ্ণ শ্রাবন কি সে করুন অকাল দহন পুড়িয়ে দিল জীবন দুটি, এক হল না! এক হল না! তোমার আমার ভালোবাসা ভাগ হল আর এক হল না! তোমার হৃদয় আমার কাছে আমার খানি তোমার মাঝে রইল পড়ে এক হল না।

তোমার আমার ভালোবাসা ভাগ হল আর এক হল না! তোমার আমার পথটি শুধু এক হল না! এক হল না!" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।