আমাদের কথা খুঁজে নিন

   

হংকংয়ের দূর্দান্ত থ্রিলার মুভি Accident (2009)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে হংকংয়ের দুটো সিনেমা বোধকরি সবারই দেখাঃ ইনফারনাল আ্যফেয়ারস এবং এক্সাইলড। সেই ধরণেরই আর একটি মুভি--আ্যকশন কম, থ্রিলার বেশি আ্যকসিডেন্ট । ছবির মূল কাহিনী এক প্রফেশনাল হিটম্যান--দ্যা ব্রেইনকে ঘিরে। টাকার বিনিময়ে খুন করে সে। তবে সে সরাসরি কিছু করে না।

সে এটাকে সাজায় দুর্ঘটনা হিসাবে। নানা ঘটনায় মৃত্যুটিকে এভাবে তৈরি করে সে যে কারো পক্ষেই বোঝা সম্ভব নয় এটি হত্যাকান্ড। এ কাজে সহায়তা করে তার তিন জনের একটি টিম--এক বয়স্ক আঙ্কেল, এক সুন্দরী মেয়ে এবং মধ্যবয়সী একজন। ব্রেইন সারাক্ষণ প‌্যারানয়ায় ভুগে যে তার প্রতিপক্ষ হয়ত তাকে খুন করতে চাচ্ছে। কাউকেই সে বিশ্বাস করতে পারে না।

কিছু দিন আগেই তার স্ত্রী মারা যায় এক দুর্ঘটনায়। এর পর থেকে সে আরো বেশি সন্দেহবাতিক গ্রস্হ হয়ে পড়ে। একবার এক অপারেশন চলাকালীন সময়ে তার টিমের একজন মারা যায়। সন্দেহ ঢুকে তার মনে--এটা কি দুর্ঘটনা নাকি কেউ তাদের পিছনে লেগে এই হত্যাকান্ড ঘটিয়েছে? এর মধ্যেই উদয় হয় এক ইনসুরেন্স এজেন্ট ফং। সেই কি তার পিছনে লেগেছে? জমজমাট এক থ্রিলার।

সিনেমাটির মেকিং এবং কাস্টিং চমৎকার। সাউন্ড ও এডিটেং দূর্দান্ত। সবার অভিনয়ই চমৎকার তবে ব্রেইনের ভূমিকার অভিনয় করা লুইস কো এর অভিনয় মনে দাগ ফেলবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।