আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ হংকংয়ের কাছে উড়ে গেল



বাংলাদেশ হংকংয়ের কাছে উড়ে গেল। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আমরা সেরা দশে উঠে গেছি, আমার মতে এই পরাজয়ের খুবই প্রয়োজন ছিল। পরীক্ষায় না বসলে ছাত্ররা তাদের অজ্ঞতা সম্পর্কে বুঝতে পারেনা। পরীক্ষার খাতায় ফেল করলেই কেবল সে তার দূর্বলতা সম্পর্কে জানতে পারে।
একটু কাঁটা ছেড়া করা যাক।


গ্রুপের অন্য ম্যাচগুলোতে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বাংলাদেশও যেন আকাশে উড়তে শুরু করেছিল। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য আফগানিস্তান ম্যাচেও আমাদের টেনশনে ঘুম আসছিল না। থ্যাংকস টু দ্য টাইগার্স, প্রথম ম্যাচেই আফগানদের উড়িয়ে দিয়েছে। নেপালের ক্ষেত্রেও তাই। আলহামদুলিল্লাহ!
এরপর দেখলাম পত্রিকায় আমাদের এক খেলোয়াড় বলেছেন, "হংকংয়ের সাথে খেলাটাতো আমাদের জন্য প্রস্তুতি ম্যাচ।

"
তখনই মনে একটা "কু" ডাক উঠেছিল। অতীত অভিজ্ঞতা বলে, আমাদের খেলোয়াড়রা যেসব ম্যাচ ওভার কনফিডেন্স নিয়ে খেলেছেন, সবকটিতেই হেরেছেন। আমাদের যেগুলো বিরাট বিরাট বিজয় (পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা) সেগুলোতে আমাদের খেলোয়াড়রা ইতিবাচক ছিলেন, কিন্তু ওভার কনফিডেন্স ছিলেন না।
আসল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে কেবল। এখন ভাইয়েরা, দয়া করিয়া, আকাশে উড়িবেন না।

প্রতিপক্ষকে দূর্বল মনে করে যে জন, তার চেয়ে বড় মূর্খ দুই পৃথিবীতে একটিও নেই।
প্রথমে আসা যাক আমাদের সেরা ওপেনার তামিম ইকবালের কথায়। ভাই সাহেব ফর্মে নাই আজকে কত বছর হতে চলল? ইনি আবার ধাক্কা না খাইলে পাক্কা হন না। এশিয়া কাপে (আগেরটা) একটা ধাক্কা খেয়েছিলেন, দল থেকে বাদ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে করলেন টানা চারটা ফিফটি।

আজকে ছিল তাঁর জন্মদিন। ভেন্যু ছিল তাঁর হোমগ্রাউন্ড। প্রতিপক্ষ ছিল হংকং। তিনি করলেন শুন্য! দোষ দিবেন কাকে? "বলার বেশি জোরে বল করেছে, খেলবো না!"- এটা ছাড়া তাঁর আর কোন যুক্তি আছে? মনে হয় ভাইসাহেবের আরেকটা ধাক্কা খাওয়ার সময় এসে গেছে।
আনামুল হক! প্রস্তুতি কেমন হলো?
সাকিব আল হাসান! তুমি অসাধারণ খেলোয়াড়! তুমিই বিশ্বসেরা অলরাউন্ডার! তোমার বিরুদ্ধে কোনই অভিযোগ নাই।

তুমি সাইডে দাঁড়াও।
মুশফিক, তুমিও সাইডে যাও। তুমিও পাশ। তবে আজকে আরেকটু দায়িত্ববান হলে ভাল হত।
মাহমুদুল্লাহ! তোমাকে দলে রাখা হয়েছে ব্যাটসম্যান হিসাবে, তুমি হাত ঘুরিয়ে বোলার হয়ে গেলে চলবে? শেষ কবে তুমি ভাল ব্যাটিং করেছিলে মনে পড়ে? আজকে দুই উইকেট না নিলে তোমার খবর ছিল।


নাসির! মিস্টার ডিপেন্ডেবল! মাহমুদুল্লাহ তাও ব্যাটিং ভুলে বোলিং চালু করে দিয়েছে, তুমি কি করছো? মডেলিং করে বেড়ালে চলবে? দাঁড়াও দাঁড়াও! তুমিই না কিছুদিন আগে বলেছিলে, তোমার ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই? তোমার ফর্ম ভালই আছে? এই হচ্ছে ভাল ফর্মের নমুনা!
ফরহাদ রেজা। প্রথম আলো জরিপে দেখলাম পাবলিক তোমার বদলে মমিনুলকে চায়। আসলেই এটা বিস্ময়কর যে মমিনুল কেন নাই! তোমার আজকে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। তুমি প্রমাণ করলে যে পাবলিকই ঠিক।
আব্দুর রাজ্জাক।

পুরান চাল নাকি ভাতে বাড়ে। কথা সত্য। এটাও সত্য যে চাল বেশিদিন পড়ে থাকলে তাতে পোকাও ধরে। তোমার সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের বুঝিয়ে দিয়েছে তুমি কেমন পুরান চাল!
বাকিদের কথা বাদ থাকুক। মাশরাফি নাই।

আমাদের মাশরাফি ছাড়া চলবে না। এটাই আপাতত শেষ উপলব্ধি।
আবারও অনুরোধ এবং আশা, সেরা দশে গিয়ে আকাশে ওড়ার চেষ্টা করোনা। যদি দুই একজন বড় ভাইকে হারিয়েও দাও, তাহলেও মনে রেখো, তোমরা একই টুর্নামেন্টে হংকংয়ের কাছেও হেরেছিলে। যেদিন খেলতে নামবে, সেদিন নিজের সেরাটা দেয়ার চেষ্টা করো।

ষোলো কোটি মানুষের সমর্থন আছে পেছনে। আর কি চাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.