আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩: যে মুভিগুলো দেখবেন (পর্ব ২)

১.ম্যান অফ স্টিল সুপারম্যানকে নিয়ে ডিসি কমিকসের নতুন মুভি। সুপারম্যানের রিবুট মুভি হিসাবেই মুক্তি পাবে এই পর্বটি। মুভির কাহিনী লিখেছে ক্রিস্টোফার নোলান। প্রযোজকও তিনি! সুতরাং অসাধারণ আর একটি নোলানের জাদু আমরা দেখতে যাচ্ছি তার কোন সন্দেহ নেই। মুভির পরিচালক জ্যাক সিন্ডার।

মুভির কাহিনী ঠিক আগের পটভুমিতেই শুরু হয়েছে। ক্রিপ্টন থেকে শিশু সুপারম্যান পৃথিবীতে চলে আসে। এখানেই বেড়ে ওঠে। পৃথিবীর ভয়ংকর সময়ে আবির্ভূত হয় সুপারহিরো হিসাবে। এ পর্বে ভিলেন হিসাবে দেখা যাবে জেনারেল জডকে।

যার সুপার পাওয়ার সুপারম্যানের চেয়ে কম নয় কোন অংশে। সুপারম্যান হিসাবে এখানে দেখা যাবে হেনরি কেভিলকে। আর জেনারেল জড চরিত্রে মাইকেল শ্যাননকে। মুভিটি মুক্তি পাবে ১৪ জুন, ২০১৩। ২. ক্লাউডি উইথ অ্যা চান্স অফ মিটবলস ২ ২০০৯ সালে মুক্তি পাওয়া অসাধারণ অ্যানিমেটেড মুভি ক্লাউডি উইথ অ্যা চান্স অফ মিটবলস এর সিক্যুয়েল এই মুভিটি।

প্রথম পর্ব জুডি ও রন ব্যারেট এর একই নামের বইএর আড্যাপশন হলেও এই পর্ব সম্পুর্ন আলাদা। এবাবের কাহিনী ঠিক সেখান থেকেই শুরু হয়েছে যেখানে প্রথম পর্ব শেষ হয়। ফ্লিন্টকে তার অদ্ভুত যন্ত্রটি বানানোর শাস্তিস্বরুপ তাদের এলাকা ছেড়ে চলে যেতে হয়। সেখান থেকে বের হয়ে সে যোগ দেয় দ্য লাইভ কর্প কোম্পানিতে। যেখানে তার মত আরো অনেক বিজ্ঞানী কাজ করে! কিন্তু কিছুদিন পর সে আবিস্কার করে তার সেই খাবার তৈরীর যন্ত্র এখনো কাজ করে যাচ্ছে।

যেটি প্রতিনিয়ত জীবন্ত খাবার তৈরী করে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় আবার তার শহরে ফিরে যাবার। এভাবেই মুভির কাহিনী এগিয়ে যায়। সনি পিকচার্সের এই মুভি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর, ২০১৩। ৩.থোর ২ঃ দ্য ডার্ক ওয়ার্ল্ড মার্ভেলের মুভি মানেই দুর্দান্ত মুভি।

এবারো তার ব্যতিক্রম হবে না তা আশা করাই যায়। থোর এবং অ্যাভেঞ্জারস এর পর আবার থোর হাজির। তবে এবার তার সামনে মহাবিপদ! শত্রু লোকির সাথে এবার তাকে আরো লড়তে হবে ম্যালেকিথের সাথে। মার্ভেল কমিকস ওয়ার্ন্ডের ভয়ংকর এক সুপার ভিলেন এই ম্যালেকিথ! ডার্ক ইলভেস এর শাসনকর্তা সে। দেখা যাক অ্যাসগার্ডের রাজপুত্র এবার কিভাবে শত্রুর হাত থেকে রক্ষা পায়! থোর চরিত্রে যথারীতি অভিনয় করেছে ক্রিস হেমসওয়ার্থ।

আছে নাটালি পোর্টম্যান, টম হিডিলস্টোন ও। থোর ২ঃ দ্য ডার্ক ওয়ার্ল্ডমুক্তি পাবে ৮ নভেম্বর,২০১৩। ৪.দ্য হাঙ্গার গেমসঃ ক্যাচিং ফায়ার সুজান কলিনের হাঙ্গার গেমস সিরিজের ২য় ইনস্টলমেন্ট। এই মুভির কাহিনীও শুরু হয়েছে পুর্ববর্তী মুভির শেষ থেকেই। ক্যাটনিস (জেনিফার লরেন্স) ৭৪তম হাঙ্গার গেমস এর বিজয়ী হয়ে তার গ্রামে ফিরে আসে।

কিন্তু বিজয়ী হিসাবে তাকে এবং পিটাকে পরিবার ছেড়ে অন্য শহরগুলোতে যেতে হবে। আর এরি মাঝে আবার শুরু হবে ৭৫তম হাঙ্গার গেমস। সিরিজের শেষ মুভিটি মুক্তি পাবে দু’ পর্বে। এই পর্বসহ আগামি পর্ব গুলোতে দেখা যাবে জেনিফার লরেন্সকে। মুভিটি মুক্তি পাবে ২২ নভেম্বর,২০১৩।

৫. আফটার ওয়ার্ল্ড উইল স্মিথকে আবার পর্দায় দেখা যাবে আফটার ওয়ার্ল্ড মুভির মধ্যে দিয়ে। থাকছে তার ছেলে জেডেন স্মিথও। বাবা-ছেলেকে একসাথে দ্বিতীয় বারের মত দেখা মুভিতে। সম্পুর্ন সায়েন্স ফিকশন মুভি। কাহিনী গড়ে উঠেছে এক হাজার বছর পরের প্রেক্ষাপটে।

মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে ভয়ংকর বিপর্যয়ের পর। নোভা প্রাইম নামক এক গ্রহেই মানুষের বাস। ঘটনাক্রমে পিত-পুত্র আটকে যায় এক ভয়ংকর গ্রহে। সেখান থেকে কীভাবে উদ্ধার পায় তাই মুভির মূল উপজীব্য। মুভিটি মুক্তি পাচ্ছে ৭ জুন,২০১২।

পুর্ববর্তী পোস্ট- ২০১৩: যে মুভিগুলো দেখবেন (পর্ব ১) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.