আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রগ্রাহক টুকু ও নির্মাতা ফয়জুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এক নবীন অভিনেত্রীর!

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়, আমি মানুষ হিসেবে একটু একটু জ্ঞানী হয়ে উঠি, দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, আমি সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাই বিজ্ঞাপন নির্মাতা ফয়জুল হক এবং চিত্রগ্রাহক টুকু খন্দকারের বিরুদ্ধে বৃহস্পতিবার যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নবীন অভিনেত্রী। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘টুকু খন্দকার আমাকে জানান তারা একটি নতুন বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছেন। বিজ্ঞাপনটিতে আমি মডেল হতে পারি। যেহেতু আমি মিডিয়ায় কাজ করছি তাই কাজটি করতে রাজি হই। টুকু খন্দকার আমাকে জানান একটি ফটো সেশন করতে হবে।

আমাকে কয়েকটি ড্রেস নিয়ে উত্তরায় যেতে বলেন। আমি সেখানে যাই। যাওয়ার পর তিনি আমাকে একটি মাইক্রো বাসে উঠতে বলেন। আমি উঠে বসি। গাড়িতে পরিচয় হয় নির্মাতা ফয়জুলের সঙ্গে।

একটা জায়গায় আমার কিছু ছবি তোলেন তারা। একটা সময় টুকু আমাকে বলেন এখানে তো অনেক মানুষ চলো আমরা কাশবনের দিকে যাই। ওদিকটা নিরিবিলি আছে। আমি সেখানে যাই। আমাকে ড্রেস পরিবর্তন করতে বলা হয়।

গাড়ির গ্ল্যাস ছিল কালো। তাই আমি গাড়িতে ড্রেস পরিবর্তন করতে থাকি। তারা দুজন গাড়ি থেকে নেমে যায়। কিন্তু হঠাৎ দেখি তারা আমার ড্রেস খোলা অবস্থায় গাড়িতে ঢুকে পড়ে। এবং আমার বেশ কিছু ছবি তোলে।

তখন এই ছবিগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাক মেইল করে। এবং আমাকে আরো সেক্সি লুকে ছবি তুলতে বলে। তারপর আমি খুব রাগ করি। এবং আমার এক বন্ধুকে ফোন করি। আমার বন্ধু এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।

এবং টুকু ও ফয়জুলের কাছে থাকা সব ছবি মুছে দেয়। ’ ঘটনাটা ঘটে ৪ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায়। এর আগেও চিত্রগ্রাহক টুকুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছে অনেকই বলে জানান অভিনেত্রীর পরিচিত একজন নাট্য পরিচালক। এবং এ নির্মাতা ঘটনার সত্যতা স্বীকার করেন। এসব অভিযোগ সম্পর্কে জানতে কথা হয় নির্মাতা ফয়জুলের সঙ্গে।

তিনি বলেন ‘আমরা সেদিন ছবি তুলছিলাম আউটডোরে। এর চেয়ে বেশি কিছু না। আমি তো বলবো আমাদেরকে ফাঁসানো হচ্ছে। ’ চিত্রগ্রাহক টুকু খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রামীন ফোন নাম্বারটা বন্ধ পাওয়া যায়। অভিযোগকারী অভিনেত্রী বলেন , ‘আমি চাই না আমার মত আর কেউ এরকম প্রতারণার জালে আটকা পরুক।

তাই আমি ঘটনাটা সবাইকে জানাতে চেয়েছি। এদের চিনে রাখা দরকার আমাদের। এদের জন্য আমাদের মিডিয়ার বদনাম হয়। ’ নিজের সামাজিক অবস্থান ও পরিবারের কথা চিন্তা করে মামলা করা থেকে বিরত থাকেন এ মডেল ও অভিনেত্রী। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।