জীবনের এই পথে পথে ...
জীবনের এই দিনে রাতে
জীবনের খেয়ালে সুজনরে ............
জীবনের এই পথে পথে ...
জীবনের এই দিনে রাতে
জীবনের খেয়ালে সুজনরে ............
সুজনরে .........
দূরে-সুদূরে......, দূরে-সুদূরে.......
ভেসে যায় চলে যায়, অস্থির অজানায়
ভেসে যায় চলে যায়
দূরে-সুদূরে......
সুজনরে .........
জীবনটাইতো আমাদের এই গানের কথার মত , জীবনের পরতে পরতে আমাদের বন্ধু এবং বন্ধুত্ব , তাদের সাথে সুখ-দুঃখের দেয়া-নেওয়া,আবার কখনও অস্থিরময় জীবনে এ বন্ধুদের কাছেই আমাদের সব কথা বলা । নিজের কষ্টকর মুহূর্তটা তাদের সাথে শেয়ার করা সবি হয় বন্ধুত্বের মাঝে , বন্ধুত্ব যেন এক স্বর্গীয় দান ।
বন্ধুত্বের সংজ্ঞা হয়ত এক একজনের কাছে এক একরকম, কিন্তু সবকিছুর পরেও আমাদের ভালো লাগা-মন্দ লাগাসময়গুলো আমরা আমাদের বন্ধুদের সাথে অনেকটুকুই আদান-প্রদান
করি । কখনও এই বন্ধুর সাথে ঝগড়া , কখনও আবার এই বন্ধুর সাথে হাসি ঠাট্যা, এইতো আমাদের জীবন । এই বন্ধুই আমাদের কাঁদায় কখনও ,আবার এই বন্ধুই আমাদের হাসায় , এরই নামইতো জীবন ।
শ্যামল,বিলু এবং অন্তু তিনজন বন্ধু , একই ছাদের নিচে তাদের বাস , একই সাথে জীবনেরপথে চলে । জীবনে অন্য আট- দশজন মানুষের মত তাদেরও সুখ-দুঃখ আছে ,তারা কখনও জীবনের সেই কষ্টে কাঁদে আবার কখনও জীবনটাকে উপভোগ করার নেশায় মেতে উঠে । তারা প্রত্যেকেই স্বপ্ন দেখে পছন্দের মানুষগুলোকে কাছে পেতে , কিন্তু বাস্তবে কি আসলেইসম্ভব সেই প্রিয় মানুষগুলোর সাথে কাটানো । ভালোবাসা নামক হৃদয়ের নিংড়ানো অনুভূতিগুলো আদো তাদের জীবনে ধরা দিবে ? অনেক কিন্তু থেকে যায়, তবু তারা স্বপ্নে বিভোর হয়, স্বপ্ন দেখতে ভালোবাসে সেই প্রিয় মুখগুলোর সাথে কাটাতে । আর এই রকম অনুভূতি নিয়ে তিন বন্ধু শ্যামল,বিলু এবং অন্তু বাঁচতে চায় ।
তারা কষ্ট পায় কখনও আবার হাসতে শিখে নিজেদের বন্ধুত্বকে আঁকড়ে ধরে । এটাই হয়ত জীবন , মানুষের জীবনটাই যেন হাসি-কান্নার সংমিশ্রণ , আর একে নিয়ে তারা সামনে চলে ।
তিন বন্ধুর চরিত্রে রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় তিনজনই দারুন অভিনয় করেছেন তাদের অভিনয় বন্ধুদের সাথের জীবনটাকে আরও বেশি করে নাড়া দেয় । ছবির পরিচালক সুদেষ্ণা রায় ছবিতে জীবনে বন্ধুত্বের ব্যাপারটা দারুনভাবে ফুটিয়ে তুলেছেন তার "তিন ইয়ারি কথা" ছবিতে । আর এই ছবির প্রযোজক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।