আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর রায় কি ২৪ ঘণ্টার মধ্যে!

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের রায় দিতে শুরু করেছে মহামান্য আদালত। বৃহস্পতিবার ওয়াজ বক্তা মাওলনা মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাঈদীর বিচারের রায়ের অপেক্ষার মধ্যে দিয়ে শুভ সুচণা হলো যুদ্ধপরাধীদের বিচারে গঠিত আন্র্জাতিক ট্রাইব্রুন্যাল। অনেক দ্বিধা আর দ্বন্ধের মধ্যে রয়েছে সাঈদীর -নিজামীর হাতে গড়া সংগঠন জামায়াত-শিবিরের নেতা-কমীরা। আগাম আভাস পাওয়ায় তারা হরতাল আর ভাঙচুর করেও পার পাচ্ছে না তাদের নেতাজীকে রক্ষা করতে। আর পারবেও বলে মনে হচ্ছে না।

জঙ্গির উত্থানকারী বাংলা ভাই আর শায়খ আব্দুর রহমানকে যেভাবে রাতের মধ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছে সাঈদীকেও কি তার ব্যতিক্রম করবে নাকি সহকমী নিজামী মুজাহিদ, কামরুজ্জামানকে সংগে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবেন? ট্রাইব্রুনাল সাঈদীর রায় আদালতের উপর ছেড়ে দিয়েছে। আদালত যেকোন সময় রায় দিতে পারেন। কিন্তু আমি জানি না আদালত কি আজ রাতে কিংবা কালকে যেকোন সময় রায় দেবেন? যদি ২৪ ঘণ্টা পর রায় হয় তবে এখন থেকে কাউন্ট ডাউন শুরু করা হউক। আনন্দের জোয়ার বয়ে উঠুক গণকবরের পাশে। স্বাধীনতার এই মাসে সকল যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন হউক এই প্রত্যাশা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.