আমাদের কথা খুঁজে নিন

   

PART: 2 কিছু ন্যাচারাল ছবি (কিন্তু মনে হয় ফটোশপড)

অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি, ফিরে পেতে নিজেকে...... আবার। সবার পরথমে সবাইরে ধইন্না; আগের পোস্টে এত্ত এত্ত লাইক এবং কমেন্ট করার জন্য। সত্যিই আমি এমনটা আশা করিনাই। ওহ আল্লাহ্‌ আমারে বাঁচা!! এখন সেকেন্ড পার্ট না বানাইয়া উপায় নাই দেখতাসি!! আমি তো আর অনন্ত জলিল না যে মুভি বানামু, হিট হইলে সিকুয়াল বানামু!! ব্লগের সিকুয়াল ই আমার ভরসা। যাই হোক, নতুন কিছু ন্যাচারাল ছবি নিয়া আমার ফটোব্লগ এর দ্বিতীয় পর্ব এটা।

দেখেন ভাল লাগে কি না... ১। রক ব্যালেন্সিং কেমন জানি অসম্ভব অসম্ভব মনে হয়, কিন্তু কিছু পাগল আসে এই দুনিয়ায় যারা বছরের পর বছর জায়গায় জায়গায় ঘুইরা এই কামই করে! এইরকম ১ জনের নাম মার্ক!! চাইলে তার ওয়েবসাইট ঘুইরা আসতে পারেন। আরো জটিল কিসু অপেক্ষা করতেসে আপনার জন্য ঐখানে। গুঁতা মারেন ২। ক্যামনে কি!! ফটোশপের কারসাজি না হইলেও এইটা যে must কোনো বুয়েটিয়ান কমার্স স্টুডেন্ট এর তৈরী করা ভাস্কর্য, তাতে কারো কোনো সন্দেহ থাকার কথা না।

গাছের তো আর মুখ নাই যে সাইকেল গিল্লা খাইব ! দুনিয়ায় তো আর খাওনের জিনিসের অভাবও পড়েনাই। আসলে এইখানে কাহিনী হইলো কেউ সাইকেল বাইন্ধা রাইখা গেসিলো কিন্তু আর ছুটায়া নিয়া যায়নাই। গাছ বড় হইয়া সাইকেলটারে এমন অর্ধেক খায়া ফেলসে। এটা Washington এ, এরিয়া টার নাম Vasin. ৩। গৃহপালিত মেঘ!! প্রকৃতপক্ষে সঠিক পরিবেশ এবং আবহাওয়া পেলে ঘরের ভেতরেও এরকম মেঘের সৃষ্টি হতে পারে!!! আর এরকম মেঘ তৈরী করা যদি একজনের শখ হয় তাহলে তাকে কি বলা যায়? মহাজাগতিক পাগল ছাড়া আর কিছুই না।

ওই পাগল টার নাম Berndnaut Smilde. দেখে আসুন একবার ৪। কুত্তারু কুত্তা+কাঙ্গারু= কুত্তারু! সহজ সমীকরণ। যারা যারা ভাবতেসেন এখানে ফটোশপ প্রভাবক হিসেবে দায়িত্ব পালন করসে তাদের বলছি, কিউট এবং বাম্বি তাহাদের নাম। তারা ফিলিপিনের কুইজন সিটি তে জন্মগ্রহণ করেছে। তাদের মালিকের নাম লোপ টুলিপাস।

৫। বালিঝর!! এটা হয়ত আপনি আর আমি এখন বিশ্বাস করি কিন্তু ২০০৫ সালে ইরাকে যখন এরকম বড় আকারের বালিঝর হয়েছিল তখন প্রত্যক্ষদর্শীর অনেকেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি!! ৬। বিগ টেবিল, লিটল বাইক!! টেবিল টা কি সত্যিই অনেক বড়? নাকি বাইক টা বেশি ছোট? উত্তর মিলবে যদি ইংল্যান্ড এর Hampstead Heath এ যান। এই sculpture টার নাম 'THE WRITER'। এটা বানিয়েছেন ইতালিয়ান শিল্পী Giancarlo Neri।

৭। দানব হাঁস দেইখা তো মনে হয় কেউ ফটোশপ দিয়া অনেক মজা লইতাছে! কিন্তু এটা সত্যিই আছে। এটা 'FOUR MEDIA'র সম্পত্তি এবং তারা এটাকে নিয়ে অনেক জায়গায় শুটিং করতে যায়। ৮। উটপাখির দৌড়!! এইবার একটু বেশি মজা নিয়া ফেললাম নাকি?? না রে ভাই, এইরকম দৌড়ও দুনিয়াতে হয়!! বড়ই আজিব কারবার!! ৯।

খালের মাঝে এইটা কি?? ভালো করে দেখেন!! এটা আসলেই ফেইক ছবি আর বিশ্বাস না হইলে কষ্ট করে গুতা দিয়া টাশকি খান!! এই লেক টার নাম Berryessa, এটা California তে অবস্থিত। অনেক হইসে ভাই/বৈনেরা আজকে আর না! কিন্তু কথা দিলাম নেক্সট টাইম আমি এমন সব পোস্ট দিব যে আপনারা টাসকি খাইতেও ভুইলা যাইবেন !! আজকের মত বিদায়। Bye Bye  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।