ইন্টারনেটে পাওয়া একটা ছোট্ট মজার গল্প অনুবাদ করে ফেললাম।
একজন মহান বক্তা বক্তৃতার মাঝে বললেন,
"আমার জীবনের সেরা সময় কেটেছে অসাধারন এক মেয়ের বাহুডোরে যে কিনা আমার স্ত্রী নয়।
মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে গেল শ্রোতারা।
"তিনি ছিলেন আমার মা। " যোগ করলেন তিনি।
সাথে সাথে স্তব্ধতা ভেঙে হাসি আর করতালির বন্যা বয়ে গেল।
বাসায় ফিরে দুঃসাহসী স্বামী গল্পটা জোরে জোরে শোনাচ্ছিলেন রান্নাঘরে থাকা স্ত্রীকে।
"আমার জীবনের সেরা সময় কেটেছে অসাধারন এক মেয়ের বাহুডোরে যেটা তুমি নও। "
এটা বলে বাকি অংশ ভুলে গেলেন। বক্তার গল্পের পরের অংশটুকু মনে করার চেষ্টা করতে লাগলেন এবং মুহুর্তের জন্য থমকে গেলেন তিনি।
ঘন্টা দু'য়েক পরের কথা। ইতোমধ্যে তার জ্ঞান ফিরেছে। তিনি এখন হাসপাতালের বেডে। ফুটন্ত পানিতে ঝলসে গেছে শরীরের অনেকটা অংশই।
Moral of the story:
Don't Copy, if U can't Paste. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।