আমাদের কথা খুঁজে নিন

   

Google Nexus 4 or Sony Xperia Tx রিভিও

Google Nexus 4 or Sony Xperia Tx কোনটা কিনলে ভাল হবে ??? ব্যাটারির চার্জ নিয়ে সন্দিহান। কেউ একচুয়ালি জানলে বা ব্যাবহার করে থাকলে জানান। জাস্ট ডিফারেঞ্চ গুলো লিখলাম একটু বিচার করে জানান আমাকে অনেক কনফিউসান এ আছি। Sony Xperia Tx: 1. ব্যাটারি খোলা যায় (১৭৫০ mAh) কিন্তু Google Nexus 4 এ ব্যাটারি খোলা যাবে না। ফিক্সড (২১০০ mAh) ।

২ টাই ৮-১০ ঘণ্টার বেশি চার্জ থাকে না বিভিন্ন রিভিও ওয়েবসাইটের মতে। 2. মেমরি ইন্টারনাল ১৬ জিবি এবং এক্সটারনাল ৩২ জিবি কিন্তু Google Nexus 4 ফিক্সড ৮/১৬ জিবি, কোন এক্সটারনাল মেমরি নেই। 3. Sony Xperia Tx ১৩ মেগাপিক্সেল কেমেরা কিন্তু Google Nexus 4, ৮ মেগাপিক্সেল কেমেরা বিঃ দ্রঃ Google Nexus 4, ৮ মেগাপিক্সেল কেমেরা, Sony Xperia Tx ১৩ মেগাপিক্সেল কেমেরার সমতুল্য ছবি তোলে । Google Nexus 4: 1. Corning Gorilla Glass 2 কিন্তু Sony Xperia Tx এ নরমাল এবং কমদামি Shatter proof and scratch-resistant glass যা সহজেই স্ক্রাচ পরে। 2. অপারেটিং সিস্টেম latest জেলি বিন (4.2) এবং সব সময় সবার আগে এই মোবাইল আপডেট পাবে গুগল থেকে কিন্তু Sony Xperia Tx v4.0.4 (Ice Cream Sandwich) এবং জানুয়ারি ২০১৩ সালে জেলি বিন (4.1) এ আপগ্রেডের প্রমিজ করেছে।

3. প্রসেসর Quad-core 1.5 GHz Krait আর Sony Xperia Tx এ Dual-core 1.5 GHz Krait। 4. গুগল নেক্সাস এর GPU> 320 কিন্তু Sony Xperia Tx এর GPU 225। 5. রেম ২ জিবি কিন্তু Sony Xperia Tx এর মাত্র ১ জিবি। মিলঃ ২ টাই সুপার এইচ ডি ফোন এবং 720 x 1280 pixels ডিসপ্লে, ১০৮০ পি ভিডিও সাপোর্ট এবং latest .দাম ২ টার ই সেম । নেক্সাসের একটু কম।

আমাকে কনফিউজ করতেছে যে ২ টা জিনিসঃ 1. nexus 4 এ মাত্র ১৬ জিবি ইন্টারনাল মেমোরি (যা ১৩-১৪ জিবির মত উজার এনাবল) কোন এক্সটারনাল নেই এবং ব্যাটারি খোলা যায় না । জিএসএম এরিনা রিভিও লিঙ্কঃ Sony Xperia TX LG/গুগল Nexus 4 E960 বাকি সব সেম । খুব ই কনফিউসড কোনটা কিনব। সাজেস্ত মি প্লিজ এবং কেন সাজেস্ত করলেন সেটা জানালে খুব উপকার হয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.