আমাদের কথা খুঁজে নিন

   

বুড়িচংয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ-গুলি : নিহত ১

এসো বাংলার কথা কই কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে সারোয়ার আলম পলাশ (৩০) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন সমর্থিত ছাত্রলীগ নেতা ছোলা কামাল গ্রুপ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রুমেল সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা পলাশ উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে। আহতরা হলেন-ছাত্রলীগ নেতা তানভীর, কামাল হোসেন ও সুজন।

তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা সারোয়ার আলম পলাশ গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেয়াজ জানান, পলাশ নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তথ্য সূত্র: এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।