আমাদের কথা খুঁজে নিন

   

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি পরিবারের বাড়ি ঘর সম্পূর্ণ ভস্মিভূত॥ ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা॥ আহত ৬

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি পরিবারের বাড়ি ঘর সম্পূর্ণ ভস্মিভূত॥ ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা॥ আহত ৬ গতকাল ৩ অক্টোবর রাত ৩টায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর পূর্বপাড়া আবদুল্লাহ ফকীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি পরিবারের ঘর, নগদ টাকা,স্বর্ণালঙ্কার,গরু-বাছুর ও আসবাবপত্রসহ ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। বৈদ্যুতিক শট সার্কিটের ফলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়। স্থানীয় সুত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর পূর্বপাড়া আবদুল্লাহ ফকীর বাড়িতে গতকাল ৩ অক্টোবর রাত অনুমান ৩টায় প্রথমে আবদুল মজিদের ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ২৩টি পরিবারের ৩০টি ঘর,নগদ টাকা, স্বর্ণালঙ্কার,গরু-বাছুর, গুরুত্বপূর্ণ দলিল ও আসবাবপত্রসহ ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

এ সময় এসব পরিবারের লোকজন অগ্নিকান্ডের শোর চিৎকার শুনে ঘুম থেকে জেগে ঘর থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে পারলেও মালপত্র কোনকিছুই বের করতে না পারায় সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন এসে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সবকিছূ পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ভোর রাত পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের লোকজন আসলেও কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যাওয়া ঘটনার সংবাদ পেয়ে সকাল ৭টায় বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন (জাহের), সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের, আবদুল আউয়াল মাষ্টার,রেজাউল করিম,সোসাইটি ফর হিউম্যান রাইটসনন্ড এডুকেশনের সভাপতি কাজী খোরশেদ আলম, ও জিএম আলাউলসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তাৎক্ষনিকভাবে বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান, থানা অফিসার ইনচার্জ খন্দকার গোলাম শাহনেওয়াজ ও পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন (জাহের) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, চিড়া-গুড় ও দুপুরে এবং রাতে খাবারের জন্য নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এমপি, জেলা প্রশাসক, বুড়িচং উপজেলা পরিষদ ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৩ পরিবারকে ৪৬ বান্ডেল টিন এবং প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল আবদুল মতিন, ছৈয়দ আলী, দুলাল হোসেন, কামাল হোসেন, জামাল হোসেন, আঃ মজিদ, ছিদ্দিকুর রহমান, শাহজাহান, লিয়াকত আলী, কবির আহম্মদ ,আঃ মান্নান, আঃ হান্নান, মাঈনুদ্দিন, ফারুক, আনোয়ার হোসেন,হেলাল হোসেন, আমান উল্লাহ, মোঃ ইসরাফিল, আবু ইউসুফ, বাবুল আলম, আলমগীর হোসেন, ছায়েদ আলী ও মাহবুব আলম। বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামীমুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি মেডিকেল টিম ক্ষতিগ্রস্ত পরিবারের ৯২ জন সদস্যের মধ্যে মধ্যে মধ্যে কাটা ছেড়া ও আগুনে পুড়ে আহত সাফিয়া(৫৪),সাফেরা(৫০),দুলাল(৩০),সায়েদ(২৫),মতিন(৬০),জহির(৩০), মান্নান(৪০) সহ ৩৯ জনকে চিকিৎসা দেয়া হয়। এদিকে সাদকপুর গ্রামবাসীসহ বিভিন্ন এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।

# ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।