আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল দোকানে গেছিলাম একটা মিড বাজেটের কম্পিউটার তৈরি করার জন্য কিছু পার্টস কিনতে। দোকানদার যেটা নিতে বলল সেটা নেওয়ার আগে ভাবলাম আপনাদের থেকে পরামর্শ নিয়ে নেই............ ১*** Motherboard And Processor : Motherboard হল Intel এর DH61HO আর Processor হল 2.6 GHz 2sd Dual Core. (এটা নাকি প্যাকেজ) আর এই মেইনবোর্ড Core i 7 Supported. এখন যেটা জানতে চাচ্ছি সেটা হল এই মাদারবোর্ডটা কেমন হল ও এটার বিল্টইন গ্রাফিক্স কত ? ২*** DVD : Portable DVD Writer দিতে চাইলো Asus 8x এর। এটা কেমন হবে ? নাকি এটার চাইতে বেশী স্পিডের টা নেওয়া উচিৎ হবে ? এছাড়াও একটা পোর্টেবল Harddisk কেনার ইচ্ছা ছিল তাই ওরা বলল Pqi নাকি ভালো, আপনারা কি বলেন ? আসল কথা মাদার বোর্ড নিয়ে টেনশনে আছি এটা কি ভালো হবে কিনা পরামর্শ দিয়ে উপকৃত করুন....। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।