হঠাৎ শোনা কোনো শব্দ মাঝে মাঝে শ্রবণের উঠোনে ঘুরপাক খায়, খুলির ভেতরে, মগজের কোষে কোষে কোনো কথা কেবলই লাফায়, লুটোপুটি খায়, গড়াগড়ি যায় যেন সবুজ দুর্বায় সাদা ছাগলছানা । কখনো বা কোনো সুর, কোনো গান সকাল-সন্ধ্যায় পায়ে পায়ে ঘোরে,- অবিরাম বাজে চেতনার জলসায়– এসব একঘেঁয়ে খেলার ঝোঁক সহসা হারায়,- নতুন শব্দ,কথা আর গানে ভরা সহজ নদীতে কোথায় মিলায় মাছেদের ঘাঁই । শুধু উল্কাপাতহীন মনের আকাশ জুড়ে ফুটে থাকে তোমার উপেক্ষা অজস্র তারায়— বুঝি তমসায় শীতার্ত আমি ট্রেনের জানালায় কালপুরুষ সঙ্গে নিয়ে ছুটে চলেছি দূর হতে দূরে অপার বেদনায়—
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।