আমাদের কথা খুঁজে নিন

   

পোলার্ডের 'বল' ক্যাচ নেয়ার প্রতিযোগিতা। (যদিও সাময়িক পোষ্ট দিসিলাম, কিন্তু কমেন্টগুলো পইড়া সিদ্ধান পরির্বতন করলাম।)

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo সেই সকাল থেকে অপেক্ষা করতাছি কখন পোলার্ড কাগুর বল ঢাকায় আইসা পড়ে আর আমি সেটার ক্যাচ নিমু। কিন্তু কোথায় কি? উল্টা দেখলাম পোলার্ড কাগুই উইড়া উইড়া আইতাছে! কন তো কেমনে কি! ছোট 'বল' না হয় নিলাম কিন্তু ছয় ফুটি এই বল কেমনে ক্যাচ নিমু? যাই হোক, এই দূর্দান্ত ক্যাচ গ্রহন করা নিয়ে মাত্র শুরু হলো প্রতিযোগীতা। কেউ ধইরেন ভাই। তা না হইলে পোলা ডা এক্কেরে বল হারা হইয়া যাইবগা। বিঃদ্রঃ এই ক্যাচ নিতে গিয়া আহত হলে লেখক কোন দায় বহন করবেন না। ছবিঃ ফেসবুক পেজ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।