আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ কালবেলা

জলপাইগুড়ি থেকে কলকাতার স্কটিশ কলেজে পড়তে এসে প্রথমেই অনিমেষ ছাত্রদের মিছিলের মাঝে পরে যায় আর তখনই তার পায়ে পুলিশের গুলি লাগে । এরপর তার জায়গা হয় পুলিশ হেফাজতে হাসপাতালে । অনেক স্বপ্ন নিয়ে জলপাইগুড়ির চা বাগানের স্মৃতি ফেলে রেখে কলকাতায় পড়তে আসে অনিমেষ কিন্তু এ বন্ধীত্ব তার কাছে অসহ্য লাগে । সে ভাবতে থাকে কেন যে কলকাতায় আসল , কলকাতায় আসার ইচ্ছে ছিলনা তার কিন্তু পরিবারের ইচ্ছেই বাবা-মা , দাদা সবাইকে ছেড়ে তাকে আসতে হল । তারপর পুলিশের কাছ থেকে তার বাবার বন্ধু দেবব্রত মুখার্জি তাকে ছাড়িয়ে নিয়ে যায় তাদের বাসায় ।

তিনিই তাকে স্কটিশ কলেজে ভর্তি করিয়ে দেন । সেখানে কিছুদিন থাকার পর সে চলে যায় হোস্টেলে । শুরু হয় তার স্কটিশ কলেজের লেখাপড়ার জীবন । ছাত্রজীবনের শুরুতেই বাম রাজনীতির সাথে জড়িয়ে পরে অনিমেষ । তারপর আসতে আসতে ক্রমশ ভালভাবে জড়িয়ে পড়ে এ রাজনীতির সাথে ।

সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা একে ঘিরে চলতে থাকে তাদের দলের রাজনৈতিক অগ্রসরতা । রাজনীতির জীবনের মাঝে তার ভালোবাসার জীবনে আসতে আসতে করে প্রবেশ ঘটে মাধবীলতার । তারপর আসতে আসতে তাদের ভালোবাসা ক্রমশ ভালোবাসার স্থিরতার রুপ নিতে থাকে । আর তার রাজনৈতিক জীবনও ক্রমশ বেগমান হতে থাকে । পুলিশের সাথে সংঘর্ষ, লাঠিপেটা , তাদের দলের নিজস্ব চাওয়া সব চলতে থাকে ।

এর মাঝে অনিমেষকে কলকাতার বাইরে বাইরে যেতে হয় দলের নির্বাচনী কাজে সহযোগিতা করবার জন্যে আর সেখানেই পুলিশের সাথে সংঘর্ষে অনিমেষ পুলিশের কাছে ধরা পড়ে । একে একে তার পরিচিত অনেকেই পুলিশের কাছে হয় ধরা পড়ে অথবা মারা যায় । আর বছরের পর বছর অনিমেষকে কারাগারে কাটাতে হয় । আর এদিকে অনিমেষ আর মাধবীলতার ভালোবাসার ফসল তাদের ছেলেও বড় হতে থাকে । একসময় বামদল ক্ষমতায় আসে আর তখন সমস্ত রাজনৈতিক বন্দীকে তারা মুক্তি দেয়ার সিধান্ত নেয় কিন্তু অনিমেষের রাজনীতিতে যোগ দেয়ার মত আর সেরকম শারীরিক অবস্থা থাকেনা ।

শুরু হয় তার অনিশ্চিত জীবন । ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে । ছবিটির কাহিনী নেয়া হয় জনপ্রিয় উপন্যাসিক সমরেশ মজুমদারের "কালবেলা" উপন্যাস থেকে । ছবিতে অভিনয় করেছেন- পরমব্রত চট্রোপাধ্যায় , পাওলি দাম ,রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে । আর ছবি পরিচালনা করেছেন - প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ।

গল্পের প্রয়োজনে এ ছবিতে পরিচালক গৌতম ঘোষ লোকেশন, আর্টিস্টদের মেকআপ , বিভিন্ন জায়গা নির্বাচন খুব ভালভাবেই সম্পন্ন করেছেন । সমরেশ মজুমদারে উপন্যাসের সাথে সামাঞ্জস্য রেখে তিনি বিষয় বিশেষ করে পোশাক নির্বাচন খুব ভালো করেছেন । এককথায় গল্পের সাথে তেমন পার্থক্য দেখা যায়নি ,তবুও ছবিটি আরও ভালো করা যেত। গল্প যারা পড়েছেন তারা ছবিটি দেখে মজা পাবেন না । ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.