চিন্তায় স্বাধীন টাকা দিয়ে সাভারের এই শোক তো মুছে ফেলা যাবে না । তবুও অসহায় মানুষের পাশে সবার দাঁড়ানো দায়িত্ব ।
রাজনীতি করেন যারা তাদের বলছি নির্বাচনের সময় কোটি কোটি টাকা উড়ান । সাভারের মানুষের পাশে কি সেই টাকা ব্যয় করা যায় না ।
মাত্র ২০০০০ হাজার টাকার অনুদান কি বাড়ানো যেত না ।
কত টাকা হলে আপনাদের পেট ভরবে ? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় দেশের এই দুর্যোগে তার কি একটু অংশ এই মানুষের কাছে যেতে পারে না ?
লাখ লাখ টাকার বিরানি হয় , নেতারা জেলা ভ্রমন করলে কোটি টাকার বিল বোর্ডে অপচয় হয় আর অসহায় মানুষকে দিতে গেলে বাঁধা লাগে । আপনারা সাহায্য করলেও তো জনসমর্থন পাবেন ।
বাংলাদেশের বিভিন্ন নামি গ্রুপদেরকে বলছি আপনারা এক দিনের বিজ্ঞাপনের টাকাও যদি সাভারের শ্রমিক ভাই বোনদের দেন তাঁরা আপনাদের জন্য দোয়া করবে । মানবতার খাতিরে নাই বা দিলেন বিজ্ঞাপনের খাতিরে হলেও দেন ।
বাংলাদেশের মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান গুলো চটকদার বিজ্ঞাপন দেশ প্রেমিক আপনারাদের বলছি আপনাদের শুধু বিজ্ঞাপনের খরচটা দেন সাভারের শ্রমিক ভাই বোনদের ।
তাতেও বিজ্ঞাপন হয়। আপনারা তার ক্রেডিট নেন সমস্যা নাই তবুও তাদের পাশে দাঁড়ান ।
যাদের সামান্য করার সুযোগ আছে যেমন বিভিন্ন সংস্থা তাঁরা এগিয়ে এসেছে আপনাদের এত সুযোগ আপনারা এগিয়ে আসবেন না কেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।