ঘেটুপুত্র কমলা যে অসাধারণ একটা মুভি এইটা বুঝতে হলে মুভিটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে।
জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, অনি, প্রাপ্তি, আইনুন নাহার পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান, সবাই অসাধারণ অভিনয় করছে।
মেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোর নাচ-গান করত। এদের নামই ঘেটু। গান হতো প্রচলিত সুরে, যেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব ছিল স্পষ্ট।
অতি জনপ্রিয় এই সঙ্গীত ধারায় নারীবেশি কিশোরদের উপস্থিতির কারণেই এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। বিত্তবানরা এসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য লালায়িত হতে শুরু করে। এক সময় সামাজিকভাবে বিষয়টা স্বীকৃতি পেয়ে যায়। হাওর অঞ্চলের শৌখিনদার মানুষ জলবন্দি সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্র নিজের কাছে রাখবেন এই বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে। শৌখিনদার মানুষের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখতেন সতীন হিসেবে।
মুভিটা অসাধারণ হলেও বাচ্চাদের জন্য ভয়ংকর।
তাই বাচ্চাদের উদ্দেশ্যে হুমায়ুন আহমেদ নিজে বলেছেন- বাচ্চাদের প্রতি অনুরোধ রইল তোমরা এই ছবি দেখ না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।