আমাদের কথা খুঁজে নিন

   

নবীনরাই আজকের বিপন্ন অবস্থা থেকে দেশকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়বে-বি.এইচ.মাহিনী

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই। প্রযুক্তির ছোয়ায় আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। আর প্রযুক্তি বিদ্যায় আমাদের দেশের তরুন-যুবক বিশেষত নবীনরাই বেশি অংশগ্রহণ করছে। ফলে একটি নতুন বাংলাদেশ গড়ার সম্ভবনা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না, বরং এই নবীনদের দ্বারাই একটি ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

পৃথিবীসেরা জাতিগুলো আজ উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নতির স্বর্ণ-শিখরে আরোহন করেছে। সেখানে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশ দিন দিন পিছিয়ে পড়ছে। তবে আশার দিক হচ্ছে এতদ্সত্তেও আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা ছোট পরিসরে হলেও অনেক গুলি সফল কাজ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, পাটের জ্বিন রহস্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে আমাদের নতুন প্রজন্মের বিজ্ঞানীরা। তাই সময় এসেছে সামনের দিকে তাকানোর।

কীভাবে আমরা দেশকে প্রকৃতার্থে একটি উন্নত দেশে পরিণত করতে পারি সেদিকে লক্ষ্য রাখার। দেশের প্রথমিক স্তর থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত তথ্য-প্রযুক্তির অবারিত প্রসার ঘটানো আজ সময়ের দাবি। আর এটা সম্ভব হলেই বাংলাদেশ এগিয়ে যাবে জ্যামিতিক হারে। এজন্য দরকার সরকারী ও বেসরকারী পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করা।

বিশেষ করে দেশের নবীন ও উঠতি বয়সী ছেলে-মেয়েদের যথাযথ পরিচর্যা করার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষিত জাতি ছাড়া একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। যার উপলব্ধি করে নেপোলিয়ন বলেছিলেন, ‍" আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। তাই আসুন আমাদের নবীন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি। আর এই শিক্ষিত নবীনরাই পারবে আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।