মরণ আমার ভালো লাগে বাংলা আধুনিক গানের অন্যতম সেরা শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গীত জীবনের ও জনপ্রিয়তার শুরু ছিল, ১৯৪০ এ তাঁর গাওয়া যদি ভুলে যাও মোরে গানটি দিয়ে। সেই গানটি ও আরও ১৩টি কালজয়ী বাংলা আধুনিক গানে সাজানো, অত্যন্ত দুর্লভ সিডি, যদি ভুলে যাও মোরে আজ এই পরিসরে পেশ হচ্ছে গানচিল ভাইয়ের উদ্দেশ্যে। ধনঞ্জয় ভট্টাচার্য - হারানো দিনের গান - যদি ভুলে যাও মোরে সূচী ০১ ভুল করে তুই চিনলি না - শৈলেন রায় / সুবল দাশগুপ্ত ০২ তুমি ফিরাবে কি শুন্য হাতে - প্রনব রায় / সুবল দাশগুপ্ত ০৩ যদি ভুলে যাও মোরে - প্রনব রায় / সুবল দাশগুপ্ত ০৪ এ নহে মোর গান - প্রনব রায় / রবি চট্টোপাধ্যায় ০৫ তখনো ওঠেনি তারা - প্রনব রায় / রবি চট্টোপাধ্যায় ০৬ আশা পাখী মোর - শৈলেন রায় / সুরসাগর হিমাংশু দত্ত ০৭ নব ঘন সুন্দর শ্যাম - শৈলেন রায় / সুরসাগর হিমাংশু দত্ত ০৮ ঘুমায়ে পড়েছে চাঁদ - প্রনব রায় / সুবল দাশগুপ্ত ০৯ মনরে তারে বাঁধবি - শৈলেন রায় / সুরসাগর হিমাংশু দত্ত ১০ কেন দিলে এতো গান - প্রনব রায় / শৈলেশ দত্তগুপ্ত ১১ সেদিনের গান কেন - প্রনব রায় / শৈলেশ দত্তগুপ্ত ১২ ভালবাসলাম বলে - শৈলেন রায় / শৈলেশ দত্তগুপ্ত ১৩ ও গো মোর জননী - শৈলেন রায় / সুরসাগর হিমাংশু দত্ত ১৪ আমিতো চলিলাম সখি - শৈলেন রায় / শৈলেশ দত্তগুপ্ত কোয়ালিটি : ১৯২ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ : ৩৯ মেগাবাইটস ডাউনলোড : ধনঞ্জয় ভট্টাচার্য - যদি ভুলে যাও মোরে পাসওয়ার্ড : samu পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।