আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবে করবেন "বাংলাদেশ পাসপোর্ট" । লাইনে, অনলাইনে আবেদনের বিস্তারিত

শেওলা দিঘির শীতল অতল নীড়ে মায়ের কোলটি পাই যেন ফিরে পাসপোর্ট অফিস, পশ্চিম আগারগাও IDB ভবন এর পিছনে ইসলামিক ফাওনডেশন এর পাশে অবস্তিত । লাইনে অফিসের প্রধান গেটে আপনি আবেদনের ফর্ম পাবেন অথবা অনলাইন থেকে ফর্ম ডাওনলোড করে প্রিন্ট করে নিতে পারেন ,ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ডকুমেন্ট হিসেবে যা যা লাগবে- ১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ২। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ৩।

টি আই এন সনদের ফটোকপি ৪। বিদ্যমান পাসপোর্ট থাকলে তার ফটোকপি উপরের যে কোন একটি দিলেই হবে,তবে ডকুমেন্ট বেশি হলে পুলিশ ভেরিফিকেশনে সময় কম লাগবে। পাসপোর্টের ফিস জমা দেওয়ার জন্য ভিতরে সোনালী ব্যাংক এর বুথে লাইনে দারিয়ে টাকা জমা দিতে হবে অথবা ব্যাংকের উল্লেখিত অনন্যা শাখায় পে-স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন, পে-স্লিপের একটা অংশ সংযুক্ত করতে হবে । ফিঃ সাধারন ৩০০০ টাকা ১৫ দিনের মধ্যে , অসাধারন মানে জরুরি হলে ৬০০০ টাকা ৭ দিনের মধ্যে ফর্ম জমা দেওয়ার পর আপনার পুলিশ ভেরিফিকেশন হবে তাতে কত সময় লাগবে জানিনা ২-৩ ঘণ্টা বা বেশি ভেরিফিকেশন কনফার্ম হলে আপনাকে টোকেন নিতে হবে ছবি তুলার জন্য, টোকেন পাবেন আর্মিদের কাছে । সব শেষে পাসপোর্ট রিসিভ করার জন্য একটা স্লিপ দিবে যেটা উল্লেখিত তারিখে আবার নিয়ে যেতে হবে এবং পুনরায় টোকেন নিয়ে লাইনে দারাতে হবে ।

এই হল লাইনে আবেদন করার পদ্ধতি । অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন @Ha Ha Ha@ প্রয়োজনীয় সব তথ্য ইনপুট দিন, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের ক্রমিক নাম্বার, TIN নাম্বার ইত্যাদি । ছবি আপলোড করুন । ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক একটি স্ক্রল নাম্বার দিবে যেটা সেখানে লিখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব তথ্য আপনাকে ই-মেইল করে জানিয়ে দেওয়া হবে।

এটাই সবথেকে সহজ পদ্ধতি। পুরাতন পাসপোর্ট রিনিউ , পাসপোর্ট হারানো( জিডির কপি দিতে হবে) ,কোন কারনে পাসপোর্ট নষ্ট ইত্যাদির জন্য একই ভাবে আবেদন করতে হবে এবং একই টাকা লাগবে । ধন্যবাদ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.