আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের ভিতরেও দুর্নীতি , সবাই নির্বিঘ্নে দেখছি আর নিরব থাকছি !!!

আমরা সবাই জানি বাংলাদেশে যেকোনো ক্ষেত্রেই দুর্নীতি করা সম্ভব। আজ ট্রেনের বাইরে ব্ল্যাকার ভাইদের দিকে দৃষ্টি না দিয়ে ট্রেনের ভিতরের সম্মানিতটি.টি ভাইদের অদ্ভুত দুর্নীতির দিকে তাকাবো। কিছুদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মানবাড়ীয়া আশার পথে চট্রগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে উঠলাম। সেখানে অনেকের সাথে কথা হল, আমার স্ট্যান্ডিং টিকেট ছিল। আমার পাশে দাঁড়ানো এক লোক বলছিল তিনি নাকি জীবনে টিকেট ই কাটেন নি, আর কাটারও নাকি ইচ্ছে নেই।

অবাক হালাম, এটাই কি মানুষের দেশপ্রেম! অবাক হলেইবা কি হবে, এর চেয়ে বড় দুর্নীতিতো করছে টি.টিরা। কিছুক্ষণ পর টি.টি এসে এক লোকের কাছে টিকেট চাইতেই লোকটি ১০০ টাকার একটা নোট ধরিয়ে দিলো, আমাদের টি.টি সাহেবও খুব মজা করে টাকাটা পকেটে ঢোকালেন, ওরে বাহ, এতো কম সময়ে ১০০ টাকা, তাও এতো অল্প পরিশ্রমে, অবাক হলাম! দুর্নীতি কতো প্রকার সেটা বোধহয়, শিখছি। এখানেই শেষ নয়, এবার আমি দেখলাম এক লোকের সাথে টি.টি. সাহেব আলাপ করছেন চট্রগ্রাম পর্যন্ত ৫০০ টাকা দিলে তিনি নাকি সিটে বসিয়ে নিবেন, তারপর কিছুক্ষন চলল দর কষাকশি, অবশেষে ৪০০ টাকায় রাজি হয়ে এক লোককে একটি সিট এর সন্ধান দিলেন। হাইরে দুর্নীতি ! ওনাদের আরেকটা বৈশিষ্ট্যকি জানেন ? ওনারা আপনাকে টিকেট কাটার জন্য জোর করবে আপনি টিকেটের টাকা দিবেন কিন্তু টি.টি. সাহেব আপনাকে টিকেট দিবেনা,কারন দিলেতো টাকাটা সে মারতে পারবেনা। এবার আসুন দেখি আরও কিছু চমক .................. নরসিংদী এর কাছাকাছি আসতেই আরও কিছু লোকের কাছথেকে তিনি ৬০-৭০ টাকা হাতিয়ে নিলেন, তারপর আমি খেতে গেলাম ক্যান্টিনে, আজব এইখানেও দুর্নীতির আরও বড় চমক অপেক্ষা করছে এখানে দেখছি প্রতিটা টোলের মাঝে একজন করে লোক বসা, আজবতো লোকগুলো কি খেতে এসে সারাদিন ই বসে থাকবে? না না , সে অন্য কাহিনী।

আসলে এখানেও চলছে দুর্নীতি। প্রতিটা চেয়ার/ টোল এর জন্য চট্রগ্রাম পর্যন্ত ভাড়া বাবত নেয়া হচ্ছে ৫০০ টাকা করে !! কার পেটে যাচ্ছে এই টাকা গুলো ? ক্যান্টিনের বসার জায়গা নিয়েও দুর্নীতি!!!!!!! অবাক হলাম, পরে একজনের সাথে আলাপ করে নিশ্চিত হলাম যে, এই টাকাটা নাকি টি.টি সাহেব এবং ক্যান্টিনের ভদ্র মানুষগণ ভাগ করে নিচ্ছেন !! আমি সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনে এই জাতীয় দুর্নীতি বহুবার দেখেছি। এই জন্যই তো সরকারকে রেলপথে প্রতিবছর লোকসানের টাকা গুণতে হয়, আর এখন ট্রেনের ভাড়া দিগুন বাড়ানোর পর ও সরকারের যে খুব বেশি লাভ হবে সেটা আমি বিশ্বাস করিনা। ট্রেনের এই চোরগুলোকে যদি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেতো !!!!!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।