১) গান্ধীজীর বৌ = “ কিগো, শুয়ে পড়লে যে বড় ?” গান্ধীজী = “ বিয়ের রাত পবিত্র রাত, আজ উপোষ । “
২) বিদ্যাসাগরের বৌ “ হ্যাঁগা, আমি বেধবা হলে আমার আবার বে হবে?”
৩) রবীন্দ্রনাথ = “ আজ সারারাত ধরে তোমাকে নোতুন বৌঠানের কথা শোনাব। “
৪) রামকৃষ্ণ = “ আজ মায়ে-পোয়ে মিলনহবে। “
৫) রামমোহনের বৌ = “ খবরদার, সতীদাহ বন্ধ না করে আমাকে স্পর্শ করবে না । “
৬) আশুতোষের বৌ = “ কিগো, সারারাত গোঁফে তা দিয়েই কাটাবে নাকি?”
৭) সেক্সপীয়র = “ ভাবছি, এই মধুরাতে TO BE OR NOT TO BE ।
“
৮) রামপ্রসাদ = “ এমন মানব্জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা । “
৯) তানসেন = “ তোমার জন্যে একটা নতুন রাগ সৃষ্টি করেছি । “ স্ত্রী= রক্ষে কর বাপু, রাগ শেষ হতে হতে রাত
ভোর হয়ে যাবে । “
১০) শাজাহান = “ আজ তোমায় দেখাব আমার স্বপ্ন, এই দেখ তাজমহলের নকশা । “
১১) আর্কিমিডিসের বৌ ( দরজায় খিল দিয়ে ) কি জানি বাপু ! কখন “ইউরেকা ইউরেকা “ বলে ছুট লাগাবে !”
১২) লেনিন = “ বুঝলে, বন্দুকের নলইক্ষমতার উৎস ।
“
১৩) রামচন্দ্র = “ এই দুহাতে আমি হরধনু ভঙ্গ করেছি, আমি মহাবলি, বীর। “ সীতা = “হায় নাথ, বাহুবল প্রদর্শনের এই কি সময়? “
১৪) রাবণ = “ কি গো মন্দোদরী, অমন ঘাড় বেঁকিয়ে তাকিয়ে আছ কেন?” মন্দোদরী = “ কি করব? শুভদৃষ্টির সময় তোমায় উত্তর-দক্ষিন ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে সেই যে সটকা লেগে গেল...”
১৫) দ্রৌপদী যুধিষ্ঠিরকে = “ এত রাতে কি আবার শাস্ত্র খুলে বসলে?” যুধিষ্ঠির = “ এই ব্যাৎসায়নটা একটু ঝালিয়ে নিচ্ছিলাম। “
১৬) ভীম = “ তোমার বাবা তো দেখছি বাহারি খাট দিয়েছে, সারারাত টিকবে ত?”
১৭) দুর্যোধন ( হা হা হাসি দিয়ে) “ এস ভানুমতী, বস্ত্রহরণের মহড়াটা আজই শুরু করা যাক । “
১৮) গান্ধারী =” ম্যাগো ! কে বলে কানার চোখ নেই?”
১৯) হনুমান( বউকে হাতের তালুতে বসিয়ে) “ যাক, গন্ধমাদন বইতে কোন অসুবিধে হবে না । “
২০) চৈতন্যদেবের বউ, বিষ্ণুপ্রিয়া = “ এ কেমনধারা লোক গো ! কৃষ্ণ কৃষ্ণ বলে জড়ায় ধরে !”
২১) পুলিশের বৌ “ আজ বুঝলাম, পুলিশের অত্যাচার কাকে বলে !”
২২) চোরের বৌ = “ খবরদার, গায়ে একদম হাত দেবে না, সব গয়না আমার বাবার দেওয়া ।
“
২৩) গোয়ালা = “ বাবা, তোমার দুধের ঢাকনা জোড়াখান তো খুব সোন্দর !”
২৪) জুলিয়েট = “প্রেমের শিরোমণি রোমিও // তোমার স্পীড কেন হোমিও?”
( সংগ্রহ ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।