আমাদের কথা খুঁজে নিন

   

ভিলিয়ার্স আর ফাফ ডুপ্লেসিস এর বিষ্ময়কর প্রতিরোধমূলক ব্যাটিং! অবিশ্বাস্য দক্ষিণ আফ্রিকার ড্র!!!

এ বি ডি ভিলিয়ার্স কে বিশ্বের অন্যতম সেরা স্ট্রোকমেকার ব্যাটসম্যান মানা হয়! এবং তিনি সত্যিই তাই! টি-টোয়েন্টিতে অথবা ওয়ানডেতে সে যে আগ্রাসী ব্যাটিং করে তা মনোমুগ্ধকর এবং ধ্বংসাত্মক বললেও কম বলা হয়!! গতকাল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে ৪৩০ রান টার্গেট দেয়! জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৫/৪ হারিয়ে ফেলে চতুর্থ দিনে লাঞ্চ থেকে টি এর মধ্যে! এরপরে ভিলিয়ার্স আর ফাফ ডুপ্লেসিস কি করেছে দেখুন!!! ভিলিয়ার্স ৩৩ রান করেছে ২২০ বল খেলে!!! প্রায় একদিন ব্যাটিং করেছে সে কোন ৪,৬ মারেনি!!!!!!!!!! ২২০ বল খেলে ভিলিয়ার্স কোন চার, ছয় মারেনি!!!!!!!! স্ট্রাইক রেট ১৫ !!!!! আর ডুপ্লেসিস ৩৭৬ বলে ১১০!!!!! অভিষেক টেস্টে মনে হচ্ছে সব দায়িত্ব নিয়ে সে ন্যূনতম ৫০ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন!!!! তারা শুধু টেস্ট বাঁচাতে, ড্র করার জন্য খেলছে!!! তারা যদি এখন টেস্ট বাঁচাতে না-ও পারে, তবুও শুধুমাত্র তাদের ধৈর্যের পরীক্ষা গত একদিন যাবৎ দেবার জন্যেও তারা জয়ী! আরো দেখুনঃ Nathan Lyon 50-31-49-3 ; Eco 0.98 (Last spell : 11-11-0-1) !!!!!!!!!!!!!! অন্যদিকে সিডল তার শেষ বিন্দু দিয়ে বোলিং করেছে, হাঁটতে পারে না, এমন অবস্থায় শেষ দুই উইকেট! টেস্ট ক্রিকেট তার সেরা অবস্থায়! বাংলাদেশের সব ব্যাটসম্যানরা নাকি ন্যাচারাল স্ট্রোক মেকার বলে এভাবে মেরে খেলে!!! ভিলিয়ার্স, ডুপ্লেসিস এর মতো মেরে খেলার খেলোয়াররা যদি এভাবে চার-ছয় না মেরে শুধু উইকেটে দাঁড়িয়ে থাকতে পারে, বাংলাদেশিরা কি তাদের চেয়েও বড় স্ট্রোকমেকার!!!?? অন্যদিকে ইংল্যান্ড, ভারতের সাথে ১০ উইকেটে জিতেছে, মাত্র ৫৭ রান টার্গেট পেয়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।