আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যবতী

লাশ কোলে নিয়ে সার্কাস দেখার অপেক্ষায় । কাল সারাদিন আমার জন্মদিন ছিলো । আব্বু আর আম্মু যখন আমাকে প্রথম কোলে নিয়েছিলেন তখন তাদের মুখের ভাব বা অন্তরে কি আবেগ ছিলো তা আমার কখনো জানা হবেনা ! আব্বু আম্মু কখনো কিছু বলে নাই । পরিচিতদের কাছ থেকে শোনা, ''আমার জন্মের সময় আব্বু মারাত্তক আর্থিক সঙ্কটে ছিলেন । নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় হয়তো ছিলেন না কিন্তু আমার বড় আপুটার জন্য দুধ রোজ করার অবস্থাও আমার বাবার ছিলো না !!! কথাগুলা কারো মুখে শুনলে মনে হতো খুব জনপ্রিয় কোন বাংলা সিনেমার দৃশ্যপট কেউ আমাকে গল্পের মত করে শোনাচ্ছে !!! আমি সোনার চামুচ মুখে দিয়ে বড় হয়নি কিন্তু আজ যখন জীবনের হেঁটে আসা পথের দিকে তাকাই, কষ্ট বলে কোন রেখা দেখিনা ।

আব্বু আম্মু এত বেশি ভালোবাসা দিয়ে অভাব পূরণ করছেন । আ্ললাহ আমাকে অনেক ভাজ্ঞবতী করেছেন । এমন বাবা মা খুব কম মেয়ের কপালে জোটে । নার্গিসের কাল সারাদিন হাসপাতালের বিছানায় শুয়ে কেটছে । ওর ছোট বাবুটা যখন মা মা বলে হাত বাড়িয়ে দিয়েছিলো তখন সে হাত বাড়াতে পারেনি ।

নিথর হয়ে পড়ে আছে । বাচঁবে কিনা সন্দেহ । মাথাটা থেঁথলে গেছে । ওর জীবনে ও বাবা মায়ের ভালবাসাটা খুব কম পাইছে । অর খুব অল্প বয়সে অর মা পালিয়ে যায় আর একজনের সাথে ।

তাই ওর ইচ্ছা ছিলো জগতের সব ভালোবাসা সন্তানকে দিবে !!! হায় অভাগী !!! আমাদের জন্ম একি বছরে । পাশাপাশি ২টা বাড়িতে আমাদের শৈশব কেটেছে । একি খেলার মাঠে আমাদের পদচারণ ছিলো । কে জানে ওর বাবা মায়ের ভালোবাসা ওর জীবনকে বদলে দিতে পারতো কিনা ??? আমার ২টা দোয়া চাই ___ ১। নার্গিসকে যেন আল্লাহ তার সন্তানের জন্য সুস্থ করে দেন ।

যে জীবন ও পায়নি তা যেন ওর সন্তান পায় । ২। নিজের জন্য নিজে একটা দোয়া চেয়ে নিতে চাই, ''আমার আব্বু আম্মুকে যেন কখনো আমার লাশের জন্য অপেক্ষা না করতে হয় । । যেন বাতাসে ভেসে আসা লাশের গন্ধে তাদের আদরের দুলালীর শরিরের ঘ্রান না খুঁজে ফিরতে হয় ।

এক সময় যে সন্তানকে পিপড়ার ভয়ে মাটিতে রাখে নাই তার দেহাবশেষ পাবার জন্য যেন দুয়ারে দুয়ারে ঘুরতে না হয় । । '' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।