প্যাটে ক্ষিদা, খাওন দে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, আমার মনে হচ্ছে, চলতি বিশ্বে আপনিই সবচেয়ে ভাগ্যবতী প্রধানমন্ত্রী। কারণ, সারাবিশ্বে সম্ভবত সকল অর্থমন্ত্রীই মন্দার কষাঘাতে ক্ষত-বিক্ষত, কাউকে কেউ হাসতে দেখেন বলে মনে হয় না। এমনি অবস্থায় আপনার অর্থমন্ত্রী প্রাণখোলা হাসিতে পুরো পরিবেশ প্রফুল্ল করলেন। সো ইউ আর দ্য মোস্ট লাকি পারসন অন দ্য আর্থ। ওই বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কাতারের আমির আরো বলেন, এজন্যেই বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে এমন হাসিখুশিতে ভরা অর্থমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায়।২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আলথানির মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় কোনো এক প্রসঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিতে মেতে উঠলে কাতারের আমির এ মন্তব্য করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।