আমাদের কথা খুঁজে নিন

   

TOYS PARK

আমি আমার অলস ভাবনাগুলো লেখার চেষ্টা করি। চারিদিকে এত আগুন তাই আগুন নিয়ে কিছু বলতে চাই। নিজের চোখে দেখিনি কিন্তু শুনেছি এবং বইতে পড়েছি প্রাচীনকালে কৃত্তিম ভাবে আগুন ধরানো সম্ভব হতোনা। আগুনের উৎস ছিল প্রকৃতি, প্রকৃতির ঘর্ষণ এর ফলে আগুনের উৎপত্তি হতো। ক্রমবিকাশ এর ধারায় এখন অসভ্য প্রাচীনকাল পার করে আমরা সভ্যকালের সভ্য মানুষ আগুন পকেটে পকেটে রাখি, সুতরাং আমরা ইচ্ছে করলেই আগুন ধরাতে পারি, আর এখানেই আমার নিজেকে সন্দেহ হয়।

সন্দেহটা একটু পরে প্রকাশ করি। সন্দেহ যদি সত্যি হয় আমরা একটি সমস্যায় পড়তে যাচ্ছি তাই আগে সমস্যাটি বলতে চাই। ঢাকায় বেশ কয়েকটি বস্তি রয়েছে। এইসব বস্তিতে বাঁশ করে গরিব মানুষেরা যারা এই শহরের অঘোষিত চাকর। স্বীকার করেন আর নাই করেন আপনি এদের দিয়ে কাজ করাচ্ছেন।

আপনি সুন্দর জামাকাপড় পরে স্মার্ট হয়ে অফিস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার আগে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে সুন্দর দেখেন, এখানে এই বস্তি শ্রেণীর অবদান আছে। যারা নিজেদের পরিধান বস্ত্র নিজেরাই পরিষ্কার করেন তাদের খুশি হওয়ার কিছু নাই আপনার নিজের যানবাহন না থাকলে নিশ্চয়ই জিন্স আর ব্রান্ড এর পলো শার্ট পরে রিকসা চালিয়ে ইউনিভার্সিটি তে যাবেন না বা বাস চালিয়ে যাবেন না । এভাবে উদাহরণ দিয়ে শেষ করা যাবেনা, তাই এটাই শেষ উদাহরণ। সারাদিন এই বস্তিবাসী আপনার আমার কাজ করে রাতে যখন ক্লান্তির গভীর ঘুম দেয় আগুন লাগে ঠিক তখন এর আগে নয়। কি নাবালক!!!! কি নাবালক!!!! আর আমার আর আপনার তখনো ঘুম আসেনি আমরা তখন টিভি তে ব্রেকিং নিউজ দেখি।

আচ্ছা ধরে নিলাম দিনের আলোতেই অগ্নিকাণ্ড হয়। বস্তিগুলো পুড়তে বেশি সময় লাগেনা। ঠিক যেন আপনার সন্তানকে কিনে দেয়া TOYS PARK এর মতো বাড়ি বানিয়ে ভেঙে ফেলা। এই TOYS PARK এর ভাড়া খুব কম তাই গরীবলোক গুলো এখানে থাকতে পারে। আপনি নিশ্চয়ই একজন রিকশাওয়ালাকে আপনার লিভিং রুম এ এবং রিকশা আপনার এলিওন এর পাশে পার্ক করে রাখতে দিবেন না।

তাই এদের ওই TOYS PARK এই থাকতে হবে এবং সারাদিন আমাদের সেবা করে যেতে হবে। আমরা যদি তাদের কাছ থেকে সেবা না নেই তাহলে তারা এমনিতেই ঢাকায় থাকতে পারবেনা। সিদ্ধান্ত নিতে হবে আমাকে আপনাকে সবাইকেই যে আমদের কি তাদেরকে প্রয়োজন? আমরা কি আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারবো কিন্তু এটা কি সম্ভব? এটাই সমস্যা। এখন TOYS PARK গুলোকে BEGUNBARI HEIGHT বা HAZARIBAG GARDEN করা যায় তাহলে এককালীন মূল্য প্রতি বর্গফুট দশ হাজার টাকার বেশি আর ভাড়া হলে আপনার মাসিক আয় এর কমপক্ষে তিরিশ ভাগ। আমি যখন টিভিতে আগুন এর শিখা দেখি আমার সভ্যযুগের অসভ্য মন সন্দেহ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।